ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

এশিয়ান টাইগার গ্রোথ ফান্ডের অবলুপ্তি, অর্থ পরিশোধে নির্দেশ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩৩, ১১ সেপ্টেম্বর ২০২৫  
এশিয়ান টাইগার গ্রোথ ফান্ডের অবলুপ্তি, অর্থ পরিশোধে নির্দেশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ডের মেয়াদ পূর্তিতে অবলুপ্তির জন্য গৃহীত সব পদক্ষেপ সম্পন্ন হয়েছে। এর পরিপ্রেক্ষিতে ফান্ডের অর্থ ইউনিটহোল্ডারদেরকে পরিশোধের নির্দেশ দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বাংলাদেশ সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত ৯৭২তম  কমিশন সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে বিএসইসি।

আরো পড়ুন:

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ট্রাস্টি বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড কর্তৃক এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ড-এর মেয়াদ পূর্তিতে অবলুপ্তির জন্য গৃহীত সব পদক্ষেপ সম্পন্ন হয়েছে মর্মে নিশ্চিত হয়েছে।

এরই প্রেক্ষিতে, ফান্ডের অর্থ ইউনিটহোল্ডারদের পরিশোধের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ট্রাস্টিকে অবহিত করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

জানা গেছে, ফান্ডের নির্ধারিত মেয়াদ শেষ হওয়ায় পুঁজিবাজারে তালিকাভুক্ত এই ওপেন-এন্ড মিউচুয়াল ফান্ডের অবলুপ্তির প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এখন পরবর্তী ধাপে, বিনিয়োগকারীরা বা ইউনিটহোল্ডাররা তাদের অর্থ ফেরত পাবেন নির্ধারিত নিয়ম অনুযায়ী।

ঢাকা/এনটি/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়