শেয়ার বিক্রয় করবেন সাউথইস্ট ব্যাংকের পরিচালক
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ১৭:৩৯, ২৪ সেপ্টেম্বর ২০২৫
পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি সাউথইস্ট ব্যাংক পিএলসির একজন উদ্যোক্তা পরিচালক শেয়ার বিক্রি করার ঘোষণা দিয়েছেন। বুধবার (২৪ সেপ্টেম্বর) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সাউথইস্ট ব্যাংকের উদ্যোক্তা রেহানা কাশেমের হাতে ব্যাংকটির ৬৩ লাখ ২৪ হাজার ২৭টি শেয়ার রয়েছে। এর মধ্য থেকে তিনি ১৫ লাখ ৯৬ হাজার ৪৯০টি শেয়ার বিক্রয় করবেন। আগামী ৩০ অক্টোবরের মধ্যে পাবলিক মার্কেটে উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রয় সম্পন্ন করবেন এই উদ্যোক্তা।
ঢাকা/এনটি/বকুল