পূজার ছুটিতে খোলা থাকবে কাস্টম হাউস ও শুল্ক স্টেশন
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
ফাইল ছবি
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ১ ও ২ অক্টোবর সরকারি ছুটির দিনগুলোতে কাস্টমস হাউজ ও শুল্ক স্টেশনগুলোতে আমদানি ও রপ্তানি কার্যক্রম চলমান থাকবে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) কাস্টম হাউজগুলোর কার্যক্রম চলমান রাখতে এনবিআরের দ্বিতীয় সচিব (কাস্টমস: নীতি) রেজাউল করিম সই করা আদেশ জারি করা হয়েছে।
আদেশে বলা হয়েছে, দেশের আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার অভিপ্রায়ে দুর্গাপূজা উপলক্ষে ১ ও ২ অক্টোবর সরকারি ছুটির দিনে আমদানি-রপ্তানি সংক্রান্ত কার্যক্রম সীমিত আকারে চলমান রাখার প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
২০২৫ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে ১ অক্টোবর নির্বাহী আদেশে সরকারি ছুটি। আর ২ অক্টোবর দুর্গাপূজা উপলক্ষে সাধারণ ছুটি। পরের দুই দিন ৩ ও ৪ অক্টোবর (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি।
ঢাকা/নাজমুল/এসবি