মিউচুয়াল ফান্ড খসড়া বিধিমালার ওপর বিএসইসির মতামত আহ্বান
খসড়া বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) মিউচুয়াল ফান্ড বিধিমালা, ২০২৫ এর ওপর মতামত আহ্বান করা হয়েছে। এ লক্ষ্যে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ওয়েবসাইটে খসড়া বিধিমালাটি প্রকাশ করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিএসইসির পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মিউচ্যুয়াল ফান্ড) বিধিমালা, ২০২৫ খসড়া এর ওপর সংশ্লিষ্টদের মতামত, পরামর্শ বা আপত্তি আহ্বান করা যাচ্ছে। বিধিমালাটি ইতোমধ্যে বিএসইসির ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। আগামী দুই সপ্তাহের মধ্যে মতামত প্রেরণ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।
‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মিউচ্যুয়াল ফান্ড) বিধিমালা, ২০২৫' এর খসড়া ডাউনলোডের ওয়েবলিংক:
https://sec.gov.bd/crequest/FINAL_CMRRCD_draft_09.10.2025.pdf
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মিউচ্যুয়াল ফান্ড) বিধিমালা, ২০২৫ খসড়া প্রাপ্তির একটি কিউআর কোডও রয়েছে।
মতামত, পরামর্শ বা আপত্তি প্রেরণের ঠিকানা: চেয়ারম্যান, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, সিকিউরিটিজ কমিশন ভবন, ই-৬/সি, আগারগাঁও, শের-ই-বাংলা নগর প্রশাসনিক এলাকা, ঢাকা- ১২০৭, ইমেইল- [email protected] এবং প্রতিলিপি- [email protected]।
ঢাকা/এনটি/এসবি