ঢাকা     রোববার   ০৭ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

২২ বিনিয়োগকারীকে ৪০০ কোটি টাকা অর্থদণ্ড হাইকোর্টে বহাল

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪৮, ৬ নভেম্বর ২০২৫   আপডেট: ২১:৫৫, ৬ নভেম্বর ২০২৫
২২ বিনিয়োগকারীকে ৪০০ কোটি টাকা অর্থদণ্ড হাইকোর্টে বহাল

পুঁজিবাজারে তালিকাভুক্ত বেক্সিমকো ও বিডি ফাইন্যান্সের শেয়ার কারসাজির দায়ে ২২ বিনিয়োগকারীকে প্রায় ৪০০ কোটি টাকার অর্থদণ্ড বহাল রেখেছেন উচ্চ আদালত।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিচারপতি কাজী জিনাত হক এবং বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বিনিয়োগকারীদের আবেদনের পরিপ্রেক্ষিত জারি করা স্থগিতাদেশ খারিজ করে দেন।

আরো পড়ুন:

দীর্ঘ ছয় মাস শুনানির পর বিজ্ঞ আদালত এই রায় দেন। ফলে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড একচেঞ্জের (বিএসইসি) অর্থদণ্ডের আদেশ বহাল থাকল।

আদালত সূত্রে জানা গেছে, ২০২৫ সালের শুরুতে বেক্সিমকো এবং বিডি ফাইন্যান্সের শেয়ারের দাম কারসাজি করায় বিএসইসি আরোপিত ৪০০ কোটি টাকার অর্থদণ্ডের বিরুদ্ধে ২২ অভিযুক্ত বিনিয়োগকারী উচ্চ আদালতে ২২টি রিট মামলা দাখিল করেন। উচ্চ আদালত শুনানির পর গত মার্চ মাসে কমিশনের উপর রুল জারিসহ দণ্ডাদেশের উপর স্থগিতাদেশ দেন।

স্থগিতাদেশের বিরুদ্ধে কমিশন আপিল বিভাগে ২২টি সিভিল পিটিশন দাখিল করলে আপিল বিভাগের চেম্বার আদালত এক আদেশে হাইকোর্ট ডিভিশনের দ্বৈত বেঞ্চে রুল চূড়ান্ত নিষ্পত্তির জন‍্য পাঠিয়ে দেন।

রিট আবেদনকারীদের পক্ষে মামলা পরিচালনা করেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক, ব্যারিস্টার মাসুম ও ইকরামুল হক টুটুল। বিএসইসির পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান, শাহদীন মালিক এবং ব্যারিস্টার এ কে আজাদ। 

 

ঢাকা/এনটি/বকুল 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়