ঢাকা     বুধবার   ৩১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পুঁজিবাজারে লেনদেন বন্ধ, দাপ্তরিক কার্যক্রম চলবে

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০১, ৩১ ডিসেম্বর ২০২৫  
পুঁজিবাজারে লেনদেন বন্ধ, দাপ্তরিক কার্যক্রম চলবে

ব্যাংক হলিডে বুধবার (৩১ ডিসেম্বর)। এ কারণে দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে কোনো ধরনের লেনদেন হবে না। ফলে পুঁজিবাজারে শেয়ার কেনাবেচার অর্থের লেনদেন ব্যাংকের মাধ্যমে সংঘটিত হবে না।

ব্যাংক হলিডেতে বন্ধ থাকবে দেশের উভয় পুঁজিবাজার- ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)। তবে, এদিন স্টক এক্সচেঞ্জ ও পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) দাপ্তরিক কার্যক্রম চলবে।

আরো পড়ুন:

ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) এবং বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রথা অনুযায়ী, অর্থবছরের প্রথম দিন ১ জুলাই এবং পঞ্জিকা বছরের শেষ দিন ৩১ ডিসেম্বর ব্যাংকের সব ধরনের লেনদেন বন্ধ থাকে। তবে, এ সময় ব্যাংকের নিজস্ব দাপ্তরিক কার্যক্রম চলমান থাকে। আর্থিক হিসাব মেলানোর প্রয়োজনে সব ব্যাংকের প্রধান কার্যালয় ও গুরুত্বপূর্ণ শাখা খোলা থাকলেও কোনো গ্রাহক লেনদেন সম্পন্ন করা হয় না।

ব্যাংক হলিডেতে বাংলাদেশ ব্যাংকও কোনো ব্যাংকের সঙ্গে কিংবা ব্যাংক ও গ্রাহকের মধ্যে লেনদেন পরিচালনা করে না। তবে, গ্রাহকরা নির্ধারিত সীমার মধ্যে এটিএম কার্ড ব্যবহার করে অর্থ উত্তোলন করতে পারবেন।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) থেকে স্বাভাবিক নিয়মে নিয়মে পুঁজিবাজারে লেনদেন চালু হবে।

ঢাকা/এনটি/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়