কমল স্বর্ণের দাম
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
ধারাবাহিকভাবে দাম বাড়ানোর পর অবশেষে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরিতে সর্বোচ্চ ৩ হাজার ১৫০ টাকা পর্যন্ত দাম কমানো হয়েছে। এখন ভালো মানের স্বর্ণের দাম কমে আড়াই লাখ টাকার নিচে নেমে এসেছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) প্রতি ভরি স্বর্ণের সর্বোচ্চ দাম ছিল ২ লাখ ৫২ হাজার ৪৬৭ টাকা।
নতুন দাম ২৩ জানুয়ারি (শুক্রবার) থেকে কার্যকর হবে বলে জানিয়েছে বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিশ্বজুড়ে স্বর্ণ ও রুপার দামের নির্ভরযোগ্য ওয়েবসাইট গোল্ডপ্রাইস.ওআরজি সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ৪ হাজার ৮৩৫ ডলার ছাড়িয়েছে।
নতুন মূল্য তালিকা অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪৯ হাজার ৩১৮ টাকা, ২১ ক্যারেটের স্বর্ণ ২ লাখ ৩৮ হাজার ৪ টাকা, ১৮ ক্যারেটের স্বর্ণ ২ লাখ ৪ হাজার ৩ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৬৭ হাজার ৪৩৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
স্বর্ণের দামের সঙ্গে রুপার দামও কমানো হয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৬ হাজার ৩৫৭ টাকা, ২১ ক্যারেটের রুপা ৬ হাজার ৬৫ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৫ হাজার ১৯০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৩ হাজার ৯০৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
ঢাকা/নাজমুল/রফিক