ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

ফু-ওয়াং সিরামিকের শেয়ার দর বাড়ার পেছনে কারণ নেই

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০৪, ১৪ সেপ্টেম্বর ২০২০  
ফু-ওয়াং সিরামিকের শেয়ার দর বাড়ার পেছনে কারণ নেই

পুঁজিবাজারে তালিকাভুক্ত ফু-ওয়াং সিরামিক লিমিটেডের শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ছে। কোম্পানির পক্ষ থেকে সোমবার (১৪ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানানো হয়েছে দর বাড়ার পেছনে কোনো ধরনের কারণ বা মূল্য সংবেদনশীল তথ্য নেই। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বেশ কয়েকদিন ধরে ফু-ওয়াং সিরামিকস লিমিটেডের শেয়ার দর বাড়ছে। বিষয়টিকে অস্বাভাবিক মনে করে ডিএসইর পক্ষ থেকে কোম্পানিকে নোটিশ পাঠানো হয়। জবাবে কোম্পানির পক্ষ থেকে ডিএসইকে জানানো হয়েছে দর বাড়ার পেছনে প্রতিষ্ঠানের কাছে কোনো ধরনের মূল্য সংবেদনশীল তথ্য নেই।

শেয়ার দর পর্যালোচনা করে দেখা গেছে, ডিএসইতে গত ১ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ার দর ছিল ৯ টাকা। গতকাল রোববার কোম্পানির শেয়ার ১৫ টাকায় লেনদেন হলেও আজ কিছুটা কমে সর্বশেষ ১৪ টাকা ৫০ পয়সায় বেচাকেনা হয়েছে। 

কোম্পানিটি গত সমাপ্ত হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১ শতাংশ লভ্যাংশ দিয়ে ‘বি’ ক্যাটাগরিতে অবস্থান করছে। আর এমন একটি শেয়ার দর টানা বাড়ায় অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই। এ কারণে কোম্পানির কাছে ব্যাখ্যা চেয়ে নোটিশ দেয় সংস্থাটি।

ঢাকা/এনএফ/এসএম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়