ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

সর্বোচ্চ দর বেড়েছে এনার্জিপ্যাকের 

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৫, ২৪ জানুয়ারি ২০২১  
সর্বোচ্চ দর বেড়েছে এনার্জিপ্যাকের 

দেশের পুঁজিবাজারে রোববার (২৪ জানুয়ারি) অধিকাংশ কোম্পানির শেয়ারের দর কমেছে। তবে এদিন সর্বোচ্চ দর বেড়েছে সদ্য তালিকাভুক্ত এনার্জিপ্যাক লিমিটেডের। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইতে এনার্জিপ্যাকের শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৯২ শতাংশ বেড়েছে। সর্বশেষ কোম্পানির শেয়ার ৮৪ টাকা ২০ পয়সায় লেনদেন হয়েছে। কোম্পানিটির মোট ২ কোটি ৬০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে শাইনপুকুর সিরামিক। কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ২৯ শতাংশ বেড়েছে এবং সর্বশেষ ২৯ টাকা ৪০ পয়সায় বেচাকেনা হয়েছে। কোম্পানির ৯ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অগ্রণী ইন্স্যুরেন্স দর বৃদ্ধির তালিকায় তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ৭৩ শতাংশ বেড়েছে এবং সর্বশেষ ৪১ টাকা ১০ পয়সায় বেচাকেনা হয়েছে। কোম্পানির মোট ১১ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকায় থাকা অন্য প্রতিষ্ঠানগুলো হচ্ছে- জিবিবি পাওয়ার, পিপলস ইন্স্যুরেন্স, রিপাবলিক ইন্স্যুরেন্স, কেডিএস এক্সেসরিজ, নর্দার্ন ইসলামি ইন্স্যুরেন্স, জেএমআই সিরিঞ্জ, বেক্সিমকো।

এনএফ/বকুল 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়