ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

১৬ কোম্পানির পর্ষদ সভার তারিখ ঘোষণা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৬, ২৬ জানুয়ারি ২০২১  
১৬ কোম্পানির পর্ষদ সভার তারিখ ঘোষণা

ছয় মাসের অনিরীক্ষিত অর্থিক প্রতিবেদন প্রকাশ সংক্রান্ত পরিচালনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ১৬ কোম্পানি।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদ সভায় ২০২০ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত ছয় মাসের (জুলাই-ডিসেম্বর, ২০২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা শেয়ারহোল্ডারদের জন্য প্রকাশ করা হবে।

কোম্পানিগুলোর মধ্যে সামিট এলায়েন্স পোর্টের ৩০ জানুয়ারি দুপুর ১২টায়;  এসএস স্টিলের ৩০ জানুয়ারি বিকেল সাড়ে ৫টায়; ইউনাইটেড পাওয়ারের ৩০ জানুয়ারি বেলা সাড়ে ১১টায়; এনার্জিপ্যাক পাওয়ারের ২৮ জানুয়ারি বিকেল ৪টায়; লিগ্যাসি ফুটওয়্যারের ৩১ জানুয়ারি বিকেল ৩টায়; সায়হাম কটনের ৩০ জানুয়ারি বিকেল সাড়ে ৩টায়; সায়হাম টেক্সটাইলের ৩০ জানুয়ারি বিকেল সাড়ে ৪টায়; এস্কয়ার নিট কম্পোজিটের ২৮ জানুয়ারি বিকেল ৩টায়; এইচআর টেক্সটাইলের ৩০ জানুয়ারি বিকেল ৩টায়; জেনারেশন নেক্সট ফ্যাশনের ৩১ জানুয়ারি বিকেল ৩টায়; গোল্ডেন হার্ভেস্ট এগ্রোর ৩০ জানুয়ারি বিকেল সাড়ে ৫টায়; শেফার্ডের ৩০ জানুয়ারি বিকেল সাড়ে ৩টায়;  কপারটেকের ৩০ জানুয়ারি বেলা সাড়ে ১১টায়; অ্যাসোসিয়েটেড অক্সিজেনের ২৮ জানুয়ারি বিকেল সাড়ে ৩টায়; ফরচুন সুজের ৩০ জানুয়ারি বিকেল সাড়ে ৪টায় এবং গোল্ডেন সনের বোর্ড সভা ৩০ জানুয়ারি বিকেল ৫টায় অনুষ্ঠিত হবে।


 

এনটি/বকুল 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়