ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

খুলনা ও হবিগঞ্জে নতুন শাখা করছে আইল্যান্ড সিকিউরিটিজ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫৮, ১৩ জুন ২০২১  
খুলনা ও হবিগঞ্জে নতুন শাখা করছে আইল্যান্ড সিকিউরিটিজ

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) আওতায় আরও দুটি শাখা চালুর অনুমোদন পেয়েছে আইল্যান্ড সিকিউরিটিজ। খুলনা ও হবিগঞ্জে ব্রোকারেজ হাউজটি নতুন শাখা চালু করবে। প্রাতিষ্ঠানটিকে নতুন শাখ‌া খোলার অনুমোদন দিয়েছে শেয়ারবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এদিকে, বিনিয়োগকারীদের সেবার মান বাড়াতে স্মার্ট অ্যাপ চালু করছে আইল্যান্ড সিকিউরিটিজ।

রোববার (১৩ মে) আইল্যান্ড সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন রাইজিংবিডিকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

খুলনা সদরের আপার যশোর রোডে মল্লিক শপিং কমপ্লেক্সের পঞ্চম তলায় (বাসা নং: ৯৯) এবং হবিগঞ্জ সদরের টাউন হল রোডের খাজা গার্ডেন সিটির চতুর্থ তলায় আইল্যান্ড সিকিউরিটিজের নতুন শাখা অবস্থিত। শিগগিরই শাখা দুটির কার্যক্রম শুরু হবে।

আইল্যান্ড সিকিউরিটিজ বিনিয়োগকারীদের সেবার মান বাড়াতে স্মার্ট অ্যাপ চালু করছে। এ মোবাইল অ্যাপের মাধ্যমে বিনিয়োগকারীরা বিভিন্ন সুবিধা পাবেন। এর মধ্যে আইল্যান্ড সিকিউরিটেজের বিনিয়োগকারীরা ডিএসইর স্ক্রিপট-ভিত্তিক রিয়েল টাইম মার্কেট ইনফেরমেশন, আপডেট পোর্টফলিও ও কনফার্মেশন রিপোর্ট, আইপিও আবেদন, মানি রিকুইজিশন, ডিএসইর লেটেস্ট ইনডেক্স, ডিএসইর টপ টেন গেইনার বা লুজার, টপ টুয়েন্টি শেয়ার লিস্ট এবং নন-মার্জিন শেয়ার লিস্ট দেখতে পাবেন।

আইল্যান্ডের মোবাইলে অ্যাপটি লিংক হলো- https://play.google.com/store/apps/details?id=island.example.stockmarket। গুগল প্লে-স্টোরে islsmartstock লিখেও খুঁজে পাওয়া যাবে এ অ‌্যাপ।

ঢাকা/এনটি/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়