Risingbd Online Bangla News Portal

ঢাকা     সোমবার   ২৯ নভেম্বর ২০২১ ||  অগ্রহায়ণ ১৫ ১৪২৮ ||  ২২ রবিউস সানি ১৪৪৩

সূচকের বড় উত্থান, লেনদেন বেড়েছে

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৩, ২৮ অক্টোবর ২০২১   আপডেট: ১৫:৪৫, ২৮ অক্টোবর ২০২১
সূচকের বড় উত্থান, লেনদেন বেড়েছে

দেশের শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সূচকের বড় উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসই ও সিএসইতে লেনদেনে টাকার পরিমাণ বেড়েছে। একই সঙ্গে লেনদেন হওয়া অধিকাংশ কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দাম বেড়েছে।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার ডিএসই’র প্রধান ডিএসইএক্স সূচক ৫০.৪৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৭ হাজার ০৬২.৩৫ পয়েন্টে। এর আগে ১০ অক্টোবর ডিএসইএক্স সূচক ৭ হাজার ৩৬৭.৯৯ পয়েন্টে পৌঁছে নতুন রেকর্ড গড়েছিলো।

ডিএসই-৩০ সূচক ৫.৪১ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৬৩৮.৯০ পয়েন্টে। গত ৬ অক্টোবর ডিএস-৩০ সূচক ২ হাজার ৭৮৭.৮১ পয়েন্টে পৌঁছে নতুন রেকর্ড গড়েছিলো।

বৃহস্পতিবার, (২৮ অক্টোবর) ডিএসইএস সূচক ২.০৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪৭৯.৩৯ পয়েন্টে। গত ৬ অক্টোবর ডিএসইএস সূচক ১ হাজার ৬০০.২৫ পয়েন্টে পৌঁছে নতুন রেকর্ড গড়েছিলো।

দিন শেষে ডিএসইতে ৩৭৫ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২২৩টির, কমেছে ১৩১টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টির। ডিএসইতে এদিন ১ হাজার ৭২৪ কোটি ৪৮ লাখ টাকার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ২২৭ কোটি টাকা বেশি।

এদিন অপর শেয়ারবাজার সিএসইর প্রধান সিএসইএক্স সূচক ১৩২.৫৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২ হাজার ৪১৭.৮৪ পয়েন্টে। গত ৩ অক্টোবর সিএসইএক্স সূচক ১২ হাজার ৯৪০.৫১ পয়েন্টে পৌঁছে নতুন রেকর্ড গড়েছিলো।

সার্বিক সিএএসপিআই সূচক ২১৭.৭৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২০ হাজার ৬৭০.৮৫ পয়েন্টে। এর আগে ৩ অক্টোবর সিএএসপিআই সূচক ২১ হাজার ৫৪৯.২৪ পয়েন্টে পৌঁছে নতুন রেকর্ড গড়েছিলো।

সিএসআই সূচক ১৩.৯২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২৮২.১৭ পয়েন্টে। গত ৩ অক্টোবর সিএসআই সূচক ১ হাজার ৩৮২.৬৭ পয়েন্টে পৌঁছে নতুন রেকর্ড গড়েছিলো।

এদিন সিএসইতে ২৯৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৯৬টির, কমেছে ৮২টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির। দিন শেষে সিএসইতে ৬৩ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ২১ কোটির টাকা বেশি।

এনটি/এমএম

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়