কোটি টাকার শেয়ার কিনবেন এপেক্স ফুটওয়্যারের উদ্যোক্তা
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

পুঁজিবাজারে ট্যানারি খাতে তালিকাভুক্ত কোম্পানি এপেক্স ফুটওয়্যারের একজন উদ্যোক্তা পরিচালক নিজ কোম্পানির ৩৮ হাজার শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। সে হিসাবে তিনি এক কোটি টাকার বেশি শেয়ার কিনবেন।
রোববার (৪ ডিসেম্বর) চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, এপেক্স ফুটওয়্যারের চেয়ারম্যান ও উদ্যোক্তা পরিচালক সৈয়দ মনজুর এলাহী। তিনি নিজ কোম্পানির ৩৮ হাজার শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের পাবলিক মার্কেট থেকে ঘোষণাকৃত শেয়ার ক্রয় সম্পন্ন করবেন এই উদ্যোক্তা পরিচালক।
ডিএসইতে রোববার বেলা ১১টা পর্যন্ত এপেক্স ফুটওয়্যারের শেয়ার সর্বশেষ ২৬৭.৪০ টাকায় লেনদেন হয়েছে। এ হিসেবে মনজুর এলাহীর ৩৮ হাজার শেয়ার কিনতে লাগবে ১ কোটি ১ লাখ ৬১ ২০০ টাকা।
ঢাকা/তানিম/ইভা
আরো পড়ুন