ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

দুই কোম্পানিকে এজিএম করতে হাইকোর্টের অনুমতি

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪০, ২৮ মার্চ ২০২৪  
দুই কোম্পানিকে এজিএম করতে হাইকোর্টের অনুমতি

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি একমি পেস্টিসাইডস ও সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজের বার্ষিক সাধারণ সভা (এজিএম) করার অনুমতি দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (২৮ মার্চ) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

একমি পেস্টিসাইডসের ১৪তম এজিএম করতে অনুমতি দিয়েছেন হাইকোর্ট। কোম্পানির এজিএম আগামী ১২০ দিনের মধ্যে সম্পন্ন করার অনুমতি দিয়েছেন হাইকোর্ট। ডিএসইর নিয়ম অনুযায়ী, হাইকোর্টের নির্ধারিত সময়ে এজিএম অনুষ্ঠিত হবে। ডিএসইর ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, কোম্পানির সর্বশেষ এজিএম হয়েছে ২০২২ সালের ২৯ ডিসেম্বর।

এদিকে, সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজের ২০২২-২৩ হিসাববছরের এজিএম আগামী ৬০ দিনের মধ্যে সম্পন্ন করার অনুমতি দিয়েছেন হাইকোর্ট। গত ২৪ মার্চ এ অনুমতি প্রদান করা হয়। ডিএসই ও বিএসইসির নিয়ম বহাল রেখে এ সংক্রান্ত রেকর্ড ডেট শিগগিরই ঘোষণা করা হবে। ডিএসইর ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, কোম্পানির সর্বশেষ এজিএম হয়েছে ২০২২ সালের ৩১ ডিসেম্বর।

/এনটি/এসবি/

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়