ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

এলপিজি খুচরা বিক্রি শুরু করেছে কে অ্যান্ড কিউ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৯, ২ সেপ্টেম্বর ২০২৫  
এলপিজি খুচরা বিক্রি শুরু করেছে কে অ্যান্ড কিউ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি কে অ্যান্ড কিউ লিমিটেডের দক্ষিণপাড়া ধামরাই ইউনিট লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) খুচরা বিক্রি শুরু করেছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কে অ্যান্ড কিউ লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন এ উদ্যোগের মাধ্যমে সরাসরি খুচরা বিক্রি চালু হওয়ায় আয় বাড়বে এবং ব্যবসা সম্প্রসারণে গতি আসবে। এতদিন মূলত পাইকারি ও সীমিত চ্যানেলে বিক্রি করা হতো। এখন থেকে সাধারণ ভোক্তারাও সরাসরি কে অ্যান্ড কিউ লিমিটেড থেকে এলপিজি সংগ্রহ করতে পারবেন।

কে অ্যান্ড কিউ কর্তৃপক্ষ আশা করছে, স্থানীয় পর্যায়ে এই উদ্যোগ ভোক্তাদের চাহিদা পূরণ করবে এবং বাজারে কোম্পানির অবস্থান আরো সুদৃঢ় করবে। পাশাপাশি, খুচরা বিক্রি থেকে বাড়তি রাজস্ব আসবে, যা ভবিষ্যতে কোম্পানির সামগ্রিক আর্থিক অবস্থার ওপর ইতিবাচক প্রভাব ফেলবে।

বাজার সংশ্লিষ্টরা মনে করছেন, কোম্পানির এ সিদ্ধান্ত বিনিয়োগকারীদের জন্যও আশাব্যঞ্জক। কারণ, খুচরা বিক্রির মাধ্যমে বিক্রির পরিমাণ বাড়ার পাশাপাশি কোম্পানির মুনাফাও বৃদ্ধির সম্ভাবনা আছে।

ঢাকা/এনটি/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়