সিএসইতে সূচকের উত্থান, ডিএসইতে পতন, কমেছে লেনদেন
চলতি সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (৮ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতন হলেও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেড়েছে।
এদিন ডিএসই ও সিএসইতে আগের কার্যদিবসের চেয়ে টাকার পরিমাণে লেনদেন কিছুটা কমেছে। এর মধ্যে ডিএসইতে লেনদেন ১ হাজার ৪০০ কোটি টাকা ছাড়িয়েছে। ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম কমলেও সিএসইতে বেড়েছে।
ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে, দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৮.৫৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৬২৭ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ৪.২৩ পয়েন্ট কমে ১ হাজার ২২৫ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৩.৮৮ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৯১ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে মোট ৩৯৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ১২৭টি কোম্পানির, কমেছে ২২৩টির এবং অপরিবর্তিত আছে ৪৭টির।
এদিন ডিএসইতে মোট ১ হাজার ৪০০ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১ হাজার ৪৪১ কোটি ৯০ লাখ টাকার শেয়ার ও ইউনিট।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক আগের দিনের চেয়ে ২৪.১৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯ হাজার ৬৮৪ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ৪৮.১২ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৭৭৩ পয়েন্টে, শরিয়াহ সূচক ৪.৪৭ পয়েন্ট বেড়ে ৯৯৯ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ৪৬.৫৩ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৮১১ পয়েন্টে অবস্থান করছে।
সিএসইতে মোট ২৬৪টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ১২৭টি কোম্পানির, কমেছে ১১১টির এবং অপরিবর্তিত আছে ২৬টির।
সিএসইতে ১৬ কোটি ৫১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১৮ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট।
ঢাকা/এনটি/রাজীব