ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কানাডার বাজারে রেনাটার প্রথম ওষুধ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩১, ১০ সেপ্টেম্বর ২০২৫  
কানাডার বাজারে রেনাটার প্রথম ওষুধ

ছবি: সংগৃহীত

পুঁজিবাজারে ওষুধ খাতে তালিকাভুক্ত কোম্পানি রেনাটা পিএলসি কানাডার ফার্মাসিউটিক্যাল বাজারে তাদের প্রথম ওষুধ উন্মোচন করেছে। এর মাধ্যমে উত্তর আমেরিকার বাজারে আনুষ্ঠানিকভাবে প্রবেশ করল রেনেটা।

বুধবার (১০ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানির তথ্য অনুযায়ী, রেনেটা তাদের ডেসোজেস্ট্রেল বা ইথিনাইলইস্ট্রাডিওল (০.১৫ মি.গ্রা./০.০৩ মি.গ্রা.) ট্যাবলেট কানাডার বাজারে বাজারজাত করেছে। এই পণ্যটি ‘মাইলি ২১’ এবং ‘মাইলি ২৮’ ব্র্যান্ডনামে সেখানে পাওয়া যাবে। নারীদের জন্য তৈরি এই ট্যাবলেট বিশ্বব্যাপী জনপ্রিয় কনট্রাসেপটিভ ওষুধগুলোর মধ্যে একটি।

রেনেটা জানিয়েছে, কানাডার সুপরিচিত জেনেরিক ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাম্বিকেয়ার ফার্মাসিউটিক্যালস ইনকর্পোরেটেডের সঙ্গে কৌশলগত অংশীদারিত্বের মাধ্যমে এই ওষুধ বাজারজাত হচ্ছে। কোম্পানিটির শক্তিশালী মার্কেটিং নেটওয়ার্ক রেনেটাকে নতুন বাজারে প্রবেশে সহায়তা করেছে।

কানাডার মতো উন্নত ওষুধের বাজারে প্রবেশ তাদের আন্তর্জাতিক সম্প্রসারণে বড় মাইলফলক। এ উদ্যোগ কোম্পানির আয় বাড়ানোর পাশাপাশি বিদেশি বাজারে উপস্থিতি আরও সুদৃঢ় করবে বলে মনে করে রেনাটা।

ঢাকা/এনটি/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়