ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

এবার ভবন বিক্রি করবে ফনিক্স ইন্স্যুরেন্স

জ্যেষ্ঠ প্রতি‌বেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০০, ২৫ সেপ্টেম্বর ২০২৫  
এবার ভবন বিক্রি করবে ফনিক্স ইন্স্যুরেন্স

পুঁজিবাজারের বিমা খাতে তালিকাভুক্ত কোম্পানি ফনিক্স ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদ চলমান সংকট কাটিয়ে উঠতে রাজধানীর মতিঝিলে অবস্থিত ফনিক্স ভবন বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে। এর আগে আর্থিক খাতে তালিকাভুক্ত কোম্পানি ফনিক্স ফাইন্যান্স লিমিটেড তাদের ভবন বিক্রি করার ঘোষণা দেয়।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মত, ফনিক্স ইন্স্যুরেন্স কর্তৃপক্ষ জানিয়েছে, মতিঝিলে ৮.৬১ কাঠা জমির উপরে ফনিক্স ইন্স্যুরেন্স ও ফনিক্স ফাইন্যান্সের যৌথ মালিকানার ‘ফনিক্স ভবন’ নামের একটি ৮ তলা ভবন রয়েছে। ওই ভবনটি বিক্রি করবে কোম্পানি দুটি।চলমান প্রতিকূল পরিস্থিতি কাটিয়ে ওঠা, বিনিয়োগে বৈচিত্র আনা এবং আর্থিক অবস্থার উন্নতির জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে আর্থিক খাতের চাপ ও আয় কমে যাওয়ায় বিকল্প সমাধানের পথ খুঁজছে প্রতিষ্ঠান দুটি। এ প্রেক্ষাপটে সম্পদ বিক্রি করে কোম্পানি তার কার্যক্রম স্থিতিশীল করার চেষ্টা করছে। এ সিদ্ধান্ত ভবিষ্যতে কোম্পানির আর্থিক প্রবাহে ইতিবাচক প্রভাব ফেলবে।

ঢাকা/এনটি/

সর্বশেষ

পাঠকপ্রিয়