ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নতুন সহযোগী কোম্পানি খুলবে সিটি ব্যাংক

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৬, ২৮ সেপ্টেম্বর ২০২৫  
নতুন সহযোগী কোম্পানি খুলবে সিটি ব্যাংক

পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত শীর্ষস্থানীয় বাণিজ্যিক ব্যাংক সিটি ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদ নতুন একটি সহযোগী কোম্পানি প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটির নাম হবে- সিটি ক্রেডিট ব্যুরো।

রবিবার (২৮ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পরিষদের ৬৮৮তম পর্ষদ সভায় সহযোগী কোম্পানি প্রতিষ্ঠার এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তথ্য মতে, এর মাধ্যমে ব্যাংকের প্রবৃদ্ধি অর্জিত হবে। নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের পর এই সহযোগী কোম্পানি প্রতিষ্ঠা করবে সিটি ব্যাংক পিএলসি। তবে সিটি ক্রেডিট ব্যুরোর পরিশোধিত মূলধন কত হবে এবং সেটি ব্যাংকটির শতভাগ মালিকানার হবে কি-না সে সম্পর্কে কিছু জানা যায়নি।

ব্যাংকটির প্রকাশিত একটি মূল্য সংবেদনশীল বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন এই সহযোগী কোম্পানি প্রতিষ্ঠার উদ্দেশ্য হচ্ছে ব্যাংকের প্রবৃদ্ধিকে সহায়তা দিয়ে যাওয়া। চূড়ান্ত অনুমোদন পেয়ে কার্যক্রম শুরু করলে সিটি ব্যাংক হবে দেশের প্রথম ব্যাংক যাদের একটি ক্রেডিট ব্যুরো থাকবে।

ঢাকা/এনটি/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়