ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ভবন নির্মাণ করবে এশিয়াটিক ল্যাবরেটরিজ কোম্পানি

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৫, ২৮ সেপ্টেম্বর ২০২৫  
ভবন নির্মাণ করবে এশিয়াটিক ল্যাবরেটরিজ কোম্পানি

পুঁজিবাজারে ওষুধ ও রসায়ন খাতে তালিকাভুক্ত কোম্পানি এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেডের পরিচালনা পর্ষদ তেজগাঁও বাণিজ্যিক এলাকায় ৩২তলা বিশিষ্ট উচ্চ প্রযুক্তির ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানির পরিচালনা পর্ষদ ভবন নির্মাণের অনুমোদন দিয়েছে।

রবিবার (২৮ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আরো পড়ুন:

কোম্পানির ঢাকার তেজগাঁও বাণিজ্যিক এলাকায় ১৫৯/এ-তে একটি নতুন ৩২ তলা বিশিষ্ট উচ্চ প্রযুক্তির ভবন (নাম- টাইম স্কয়ার, ঢাকা) নির্মাণ করবে। ভবনটি ২০ কাঠা জমির ওপর নির্মিত হবে।

এর আগে ২৭ সেপ্টেম্বর এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেডের প্রধান কার্যালয়ে কোম্পানির (ভূমির মালিক) ব্যবস্থাপনা পরিচালকের নেতৃত্বে, হেডরুম লিমিটেড (বাংলাদেশ পরামর্শদাতা) এবং চায়না স্টেট কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন (সিএসসিইসি) (ভবন নির্মাণের জন্য) সাথে একটি যৌথ উদ্যোগ চুক্তি অনুমোদিত হয়।

ঢাকা/এনটি/এসবি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়