পুঁজিবাজারে সূচকের পতন, কমেছে লেনদেন
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) চলতি সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (৮ অক্টোবর) সূচকের পতনের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসই ও সিএসইতে আগের কার্যদিবসের চেয়ে টাকার পরিমাণে লেনদেন কিছুটা কমেছে। একই সঙ্গে, উভয় পুঁজিবাজারে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দাম কমেছে।
ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে, দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৩৯.১৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৩৩৭ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ১২.৩৬ পয়েন্ট কমে ১ হাজার ১৪৯ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১৩.৪১ পয়েন্ট কমে ২ হাজার ৫১ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে মোট ৩৯৯টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ১০৫টি কোম্পানির, কমেছে ২২১টির এবং অপরিবর্তিত আছে ৭৩টির।
এদিন ডিএসইতে মোট ৬১১ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৭৮৭ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক আগের দিনের চেয়ে ১৬.০৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৯ হাজার ২৫০ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ৩৬.৩১ পয়েন্ট কমে ১৫ হাজার ৪৬ পয়েন্টে, শরিয়াহ সূচক ৫.১৩ পয়েন্ট কমে ৯৫৫ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ২২.২০ পয়েন্ট কমে ১৩ হাজার ৩৮ পয়েন্টে অবস্থান করছে।
সিএসইতে মোট ১৯৯টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৬৪টি কোম্পানির, কমেছে ১০০টির এবং অপরিবর্তিত আছে ৩৫টির।
সিএসইতে ৮ কোটি ৩২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১২ কোটি ২২ লাখ টাকার শেয়ার ও ইউনিট।
ঢাকা/এনটি/ইভা