ঢাকা     বুধবার   ২১ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পরিপূর্ণ অর্থনৈতিক অবস্থার জন্য পুঁজিবাজার অপরিহার্য: আমীর খসরু

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০১:৫৬, ২১ জানুয়ারি ২০২৬  
পরিপূর্ণ অর্থনৈতিক অবস্থার জন্য পুঁজিবাজার অপরিহার্য: আমীর খসরু

মঙ্গলবার রাজধানীর বনানীর একটি হোটেলে ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ আয়োজিত সম্মেলনে অতিথিরা।

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “আমি মাঝে মাঝে ভাবি পুঁজিবাজার ছাড়া কীভাবে অর্থনীতি চলছে। পরিপূর্ণ অর্থনৈতিক অবস্থার জন্য পুঁজিবাজার অপরিহার্য।”

মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজধানীর বনানীর একটি হোটেলে ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ আয়োজিত ‘পোস্ট ইলেকশন ২০২৬ হরাইজন: ইকোনমি, পলিটিক্স অ্যান্ড ক্যাপিটাল মার্কেট’ শিরোনামে এক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরো পড়ুন:

মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও র‌্যাপিডের চেয়ারম্যান ড. এম এ রাজ্জাক। অনুষ্ঠানে সঞ্চালনা ও সভাপতিত্ব করেন ঢাকা স্টক এক্সচেঞ্জ ব্রোকার্স অ্যাসোসিয়েশনের (ডিবিএ) সভাপতি এবং ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেডের পরিচালক সাইফুল ইসলাম।

সম্মেলনের আলোচনায় নীতি সংস্কার, নিয়ন্ত্রক দৃষ্টিভঙ্গি এবং বাজার আস্থার বিষয়গুলো বিশেষভাবে উঠে আসে।

বাংলাদেশের অর্থনৈতিক প্রেক্ষাপট নিয়ে প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়, যেখানে আলোচক ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য অ্যাডভোকেট আতিকুর রহমান, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কমিশনার মো. সাইফুদ্দিন এবং অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের চেয়ারম্যান ও সিটি ব্যাংকের এমডি মাসরুর আরেফিন।

আমীর খসরু বলেন, “ভারতের বাজার মূলধন তার জিডিপির প্রায় ৬০ শতাংশ। পাকিস্তানের ৪০ শতাংশ। আমরা যদি একটি ফাংশনাল পুঁজিবাজার তৈরি করতে পারি। তবে শুধু বেসরকারি প্রতিষ্ঠানই না সরকারি প্রতিষ্ঠানগুলোও বড় বিনিয়োগের জন্য পুঁজিবাজারে আসবে।”

“শুধু সরকারি প্রতিষ্ঠান নয়, ভালো ভালো বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও বাজারে আনার দিকে মনযোগী হতে হবে। পাশাপাশি বিনিয়োগকারীদের বিশ্বাস অর্জন করতে হবে। যদি বিনিয়োগকারীদের বিশ্বাস অর্জনে পুঁজিবাজার ব্যর্থ হয়, তাহলে বাজারে ভালো কোম্পানি আসতে চাইবে না,” বলেন তিনি।

একটি দেশের ধ্বংসের জন্য প্রাতিষ্ঠানিক ভুলগুলোই যথেষ্ট বলে মন্তব্য করে আমীর খসরু বলেন, “তাই গুড ইন্সটিটিউশন বা ভালো প্রতিষ্ঠান তৈরি করতে হবে। পুজিবাজারের ক্ষেত্রে বিএসইসিকে পরিপূর্ণভাবে তৈরি করতে হবে। নিয়ন্ত্রক সংস্থার কর্মকর্তাদের জন্য ভালো পে স্কেল করতে হবে। যে ওয়ালস্ট্রিটসহ গ্লোবাল মার্কেট নিয়ে জ্ঞান রাখে, তাকে নূন্যতম বেতন পরিশোধ না করলে তার থেকে পরিপূর্ণ আউটপুট পাওয়া যাবে না।”

জামায়াত নেতা অ্যাডভোকেট আতিকুর রহমান বলেন, “আমরা সরকার গঠন করলে শরিয়া ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থাকে গুরুত্ব দিলেও বর্তমানে প্রচলিত অর্থনৈতিক ব্যবস্থা বহাল থাকবে৷ পুঁজিবাজার যেহেতু অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ, তাই পুঁজিবাজারের অগ্রগতির জন্য কাজ অব্যাহত থাকবে।”

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কমিশনার মোহাম্মদ সাইফুদ্দিন বলেন, “বাজারের সংস্কারের জন্য শুধু পুজিবাজারের নয়, পুরো বাজারকেন্দ্রীক ব্যবস্থার সংস্কার করতে হবে।ফাইন্যান্সিয়াল রিপোর্টিং আরো আধুনিক এবং ইন্টেলিজেন্ট হতে হবে।”

এবিবির চেয়ারম্যান এবং সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাশরুর আরেফিন বলেন, “ব্যাংকিং ব্যবস্থার সংস্কারের জন্য পারটিকুলার কিছু ডকুমেন্টস অর্থ মন্ত্রণালয়ে ইতোমধ্যে গিয়েছে। এগুলো প্রধান উপদেষ্টার কাছে যাবে এবং ভবিষ্যতে নতুন সংসদেও যাবে।”

“একটা নির্বাচন আসছে সামনে। এটি অবশ্যই একটি সচ্ছ এবং নিরপেক্ষ নির্বাচন হবে,” যোগ করেন তিনি। 

ঢাকা/এনটি/রাসেল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়