ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চট্টগ্রামে প্রবাসীর স্ত্রীকে গলা কেটে হত্যা

রেজাউল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৩, ২৫ আগস্ট ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চট্টগ্রামে প্রবাসীর স্ত্রীকে গলা কেটে হত্যা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রামের মিরসরাই উপজেলায় এক প্রবাসীর স্ত্রীকে ঘুমন্ত অবস্থায় গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

 

বুধবার গভীর রাতে উপজেলার ১২ নম্বর খৈয়াছড়া ইউনিয়নের মসজিদিয়া মুহুরীপাড়া আবুল কালাম ড্রাইভার বাড়িতে এই ঘটনা ঘটে। খবর পেয়ে বৃহস্পতিবার পুলিশ লাশ উদ্ধার করে।

 

নিহত গৃহবধূর নাম হোসেন আরা বেগম (৩২)। তিনি ওই বাড়ির সৌদি আরব প্রবাসী জহির উদ্দিনের স্ত্রী। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত আনুমানিক ৩টার দিকে দুর্বৃত্তরা হোসনে আরার কক্ষে প্রবেশ করে ঘুমের মধ্যে তাকে গলা কেটে হত্যা করে চলে যায়।

 

হোসেন আরার খালাতো ভাই মো. রিয়াদ অভিযোগ করে বলেন, ১৫ বছর পূর্বে আমার খালাতো বোন হোসনে আরার বিয়ে হয়। তার বাবার বাড়ি ফেনী জেলার সোনাগাজী উপজেলার চরচান্দিয়া গ্রামে। আমার দুলা ভাইয়ের পরিবারের সঙ্গে বাড়ির কয়েকজনের দ্বন্দ্ব চলছিল। তারাই আমার বোনকে খুন করতে পারে।

 

মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ এমকে ভূঁইয়া খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, হত্যাকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কারা কি কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।

 

 

রাইজিংবিডি/চট্টগ্রাম/২৫  আগস্ট ২০১৬/রেজাউল/রুহুল

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়