ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:১৫, ২৬ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
প্রকাশিত সংবাদের প্রতিবাদ

‘কলেজে ভর্তি না হয়েও পাস করা যায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং!’ শিরোনামে গত ২০ জানুয়ারি প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আবুল শাহিন কাওসার সরকার।

রাইজিংবিডিতে পাঠানো প্রতিবাদলিপিতে তিনি জানিয়েছেন, উক্ত ঘটনায় তার সম্পৃক্ততা নেই। বিষয়টিকে তিনি স্বাভাবিক প্রতিবাদের ভাষায় উদ্দেশ‌্যমূলক বলে দাবি করেছেন।

প্রতিবাদলিপিতে তিনি দাবি করেন, আট বছর ধরে এ বিভাগে তিনি কর্মরত।

সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছেন উল্লেখ করে তিনি লিখেছেন, ‘প্রতিবেদন বিষয়ে আমার কোনো মন্তব‌্য নেই। কিন্তু প্রতিবেদনে এক অংশে আমার নাম প্রকাশ করে আমার বিরুদ্ধে অভিযোগের কথা বলা হয়েছে। সেটি আমাকে অবাক করেছে।’

প্রকাশিত সংবাদে তার বিরুদ্ধে আনিত অভিযোগ অবাস্তব ও ভিত্তিহীন বলে উল্লেখ করেন।

তিনি আরো দাবি করেন, সুনাম ক্ষুণ্ণ করার জন‌্য কোনো মহল তার বিরুদ্ধে চক্রান্ত করে থাকতে পারে।

প্রতিবেদকের বক্তব‌্য : বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ‌্যের ভিত্তিতে প্রতিবেদনটি করা হয়েছে। তবে সামগ্রিক বিষয়ে বোর্ডের সচিব মো. মাহাবুবুর রহমান সুষ্ঠু তদন্তের আশ্বাস দিয়েছেন। রাইজিংবিডি প্রত‌্যাশা করে এর মাধ‌্যমে উদ্ভুত সমস‌্যার সমাধান হবে এবং অভিযুক্তরাও চিহ্নিত হবেন।

 

ঢাকা/হাসান/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়