RisingBD Online Bangla News Portal

ঢাকা     বৃহস্পতিবার   ০১ অক্টোবর ২০২০ ||  আশ্বিন ১৬ ১৪২৭ ||  ১৩ সফর ১৪৪২

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ডিজি করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩২, ৭ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ডিজি করোনায় আক্রান্ত

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) মো. ফসিউল্লাহ।  বর্তমানে তিনি নিজ বাসায় চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার (৭ আগস্ট) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আকরাম-আল-হোসেন।

তিনি বলেন, অধিদপ্তরের মহাপরিচালক মো. ফসিউল্লাহ কোভিড-১৯ পজিটিভ হয়ে বাসায় চিকিৎসাধীন আছেন।  আমরা তার আশু সুস্থতার জন্য প্রার্থনা করছি।

এদিকে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের করোনা আপডেট সর্বশেষ তথ্যে জানা গেছে, করোনাভাইরাসে এ পর্যন্ত প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ৬৫৮ জন কর্মকর্তা-কর্মচারী, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী আক্রান্ত হয়েছেন।  এদের মধ্যে ১৬ জন মারা গেছেন।  আক্রান্তদের মধ্যে শিক্ষক ৫০৪ জন, কর্মকর্তা ৮৪ জন, কর্মচারী ৪৮ জন এবং ২২ জন শিক্ষার্থী রয়েছেন।

ইয়ামিন/সাইফ

সর্বশেষ

পাঠকপ্রিয়