ঢাকা     বৃহস্পতিবার   ০২ মে ২০২৪ ||  বৈশাখ ১৯ ১৪৩১

শাহবাগে শিক্ষার্থীদের বিক্ষোভের চেষ্টা, পুলিশ হেফাজতে ১০

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৫, ২৫ ফেব্রুয়ারি ২০২১   আপডেট: ১২:২৮, ২৫ ফেব্রুয়ারি ২০২১
শাহবাগে শিক্ষার্থীদের বিক্ষোভের চেষ্টা, পুলিশ হেফাজতে ১০

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা স্থগিতের সিদ্ধান্তের প্রতিবাদে শাহবাগে বিক্ষোভের চেষ্টা করেন শিক্ষার্থীরা। পরে পুলিশ জিজ্ঞাসাবাদের জন‌্য ১০ জনকে তাদের হেফাজতে নেয়। 

শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশিদ রাইজিংবিডিকে বলেন, ‘তাদের সড়ক ছেড়ে দিতে বলা হয়। কিন্তু তারপরও তারা না সরে পুলিশের সঙ্গে কথা কাটাকাটি শুরু করেন। ছাত্রভঙ্গ করতে গেলে পুলিশের ওপর তারা হামলা করেন। এ কারণে ১০ শিক্ষার্থীকে হেফাজতে নেওয়া হয়েছে।’

জানা গেছে, বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টার পর থেকে শিক্ষার্থীরা শাহবাগ মোড়ে এসে অবস্থান নেন। তারা পরীক্ষা নেওয়ার দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। স্থগিত হওয়া পরীক্ষা দ্রত নেওয়ার দাবি করেন। এ সময় যান চলাচল বন্ধ হয়ে যায়। সৃষ্টি হয় তীব্র যানজট। 

এর আগে বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত শিক্ষার্থীরা তাদের পরীক্ষা নেওয়ার দাবিতে শাহবাগ, নীলক্ষেত মোড়ে অবস্থান নেন। একপর্যায়ে স্থগিত পরীক্ষা নেওয়ার কথা বলা হলে তারা সড়ক ছাড়েন। 

ঢাকা/মাকসুদ/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়