ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

কিন্ডার গার্টেনের শিক্ষক-কর্মচারীদের তালিকা চেয়েছে স্বাস্থ্য অধিদপ্তর

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫৬, ২ মার্চ ২০২১   আপডেট: ২১:৪৩, ২ মার্চ ২০২১
কিন্ডার গার্টেনের শিক্ষক-কর্মচারীদের তালিকা চেয়েছে স্বাস্থ্য অধিদপ্তর

এবার করোনার টিকা পাচ্ছেন কিন্ডার গার্টেনের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নজরুল ইসলামের সই করা এ সংক্রান্ত চিঠি দেশের সব বিভাগীয় কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

এর আগে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং প্রাথমিক ও মাধ্যমিক স্তরের সব শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের টিকা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২ মার্চ) অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত ওই চিঠিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের করোনার টিকা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে কিন্ডার গার্টেন (বাংলা ও ইংরেজি মাধ্যম), কর্মরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের তথ্য সফট ও হার্ড কপি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের বরাবর পাঠাতে হবে।

সরকারের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বাংলাদেশ কিন্ডার গার্টেন স্কুল অ্যান্ড কলেজ ঐক্য পরিষদের চেয়ারম্যান এম ইকবাল বাহার চৌধুরী বলেন, সব স্তরের শিক্ষকদের যখন টিকার আওতায় আনা হচ্ছিল তখন আমাদের মধ্যে হতাশা কাজ করছিল। শেষ পর্যন্ত আমাদের টিকার আওতায় আনায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি।

ইয়ামিন/এসএন 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়