ঢাকা     বুধবার   ০৮ মে ২০২৪ ||  বৈশাখ ২৫ ১৪৩১

বেসরকারি শিক্ষক নিয়োগ: ১৭ দিনে সাড়ে ৪৩ লাখ আবেদন

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২৮, ২০ এপ্রিল ২০২১  
বেসরকারি শিক্ষক নিয়োগ: ১৭ দিনে সাড়ে ৪৩ লাখ আবেদন

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্য পদে শিক্ষক নিয়োগ দিতে তৃতীয় ধাপে নিয়োগ কার্যক্রম শুরু হয়েছে। গত ১৭ দিনে ৪৩ লাখ ৭০ হাজার আবেদন জমা পড়েছে। এ বাবদ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) ৪৩ কোটি ৭০ লাখ টাকা আয় করেছে। আগামী ৩০ এপ্রিল রাত ১২টা পর্যন্ত আবেদন করা যাবে। 

বেসরকারি স্কুল-কলেজ, কারিগরি ও মাদরাসা শিক্ষাপ্রতিষ্ঠানে ৫৪ হাজার ৩০৪টি শূন্য পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এ লক্ষ‌্যে গত ৩০ মার্চ গণবিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসিএ। গত ৪ এপ্রিল আবেদন শুরু হয়।

মঙ্গলবার (২০ এপ্রিল) এনটিআরসিএ থেকে জানা গেছে, গত ৪ এপ্রিল থেকে এ পর্যন্ত ৪৩ লাখ ৭০ হাজার নিবন্ধিত চাকরিপ্রত্যাশী আবেদন করেছেন। অনেকে নিয়োগ নিশ্চিত করতে ৫০০টি পর্যন্ত আবেদন করেছেন। আগামী ৩০ মার্চ পর্যন্ত ৫০ লক্ষাধিক আবেদন জমা পড়তে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এনটিআরসিএ’র চেয়ারম্যান আশরাফ উদ্দিন বলেছেন, ‘চাকরি নিশ্চিত করতে অনেকে অনেকগুলো করে আবেদন করছেন। তাই আবেদনের পরিমাণ বাড়ছে।’

ইয়ামিন/রফিক

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়