ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

শিক্ষার্থীদের উপবৃত্তির তথ্য এন্ট্রির সময় বাড়লো 

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫০, ২৬ এপ্রিল ২০২১   আপডেট: ১৪:২৯, ২৬ এপ্রিল ২০২১
শিক্ষার্থীদের উপবৃত্তির তথ্য এন্ট্রির সময় বাড়লো 

৬ষ্ঠ শ্রেণি থেকে একাদশ শ্রেণির ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের উপবৃত্তির তথ্য জমা দেওয়ার সময় বাড়ানো হয়েছে।  

বৃত্তিপ্রার্থী শিক্ষার্থীরা আগামী ৩০ এপ্রিল পর্যন্ত তথ্য জমা দেওয়ার সুযোগ পাবে।

সমন্বিত উপবৃত্তি কর্মসূচির স্কিম পরিচালক শরীফ মোর্তজা জানান, যে সব শিক্ষাপ্রতিষ্ঠান এখন পর্যন্ত সমন্বিত উপবৃত্তির কর্মসূচির সফটওয়্যারে ৬ষ্ঠ ও ১১ শ্রেণির শিক্ষার্থীদের তথ্য এন্ট্রি করেনি তারা আগামী ৩০ এপ্রিল পর্যন্ত এন্ট্রি করতে পারবেন।

এর আগে উপবৃত্তির জন্য ২৭ এপ্রিল পর্যন্ত তথ্য জমা দেওয়ার সুযোগ ছিল শিক্ষার্থীদের। সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে সময় বাড়ানো হয়েছে বলে জানান তিনি।

ঢাকা/ইয়ামিন/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়