ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা শুরু করতে চায় মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২৫, ৯ আগস্ট ২০২১  
প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা শুরু করতে চায় মন্ত্রণালয়

আগামী সেপ্টেম্বরের শুরুতে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার চিন্তা করছে সরকার। করোনা পরিস্থিতির আরও অবনতি না হলে ধাপে ধাপে স্কুল-কলেজ খোলা হতে পারে। শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষা শুরু করতে চায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এজন্য সব ধরনের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। এখন পরীক্ষার প্রবেশপত্র তৈরির কাজ শুরু করা হবে।

সোমবার (৯ আগস্ট) এ বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এ এম মনছুরুল আলম বলেছেন, ‘করোনা পরিস্থিতি ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের কারণে নিয়োগ পরীক্ষা শুরু করা সম্ভব হয়নি। এ অবস্থাতেও নিয়োগ সংক্রান্ত টেকনিক্যাল কাজ আমরা এগিয়ে রেখেছি। ইতোমধ্যে সফটওয়্যার ডেভেলপমেন্টের কাজ শেষ হয়েছে। পরীক্ষার বিষয়ে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সঙ্গে চুক্তিও হয়েছে।’

আরো পড়ুন:

তিনি আরও বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠান খুললেই আমরা লিখিত পরীক্ষার আয়োজন করতে চাই। আগামী মাসের শুরুতে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। এজন্য বিদ্যালয় পরিষ্কার-পরিচ্ছন্নতা কাজ শুরু করতে নির্দেশনা দেওয়া হয়েছে। সেপ্টেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হলে সে মাসেই নিয়োগ পরীক্ষা শুরু করার চিন্তা আছে।’

সারা দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩২ হাজারের বেশি সহকারী শিক্ষক নিয়োগ দেবে সরকার। এর মধ্যে প্রাক-প্রাথমিক পর্যায়ে নিয়োগ পাবেন ২৫ হাজার ৬৩০ জন। বাকিগুলো শুন্য পদে নিয়োগ দেওয়া হবে। এ নিয়োগ পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছেন ১৩ লাখ ৫ হাজারের বেশি চাকরিপ্রার্থী।

ইয়ামিন/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়