অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে উজ্জ্বল ক্যারিয়ার
নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম
অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে শিক্ষার্থীদের নিয়ে আরো জোরালোভাবে কাজ করতে চায় কলেজ অব এভিয়েশন টেকনোলজি।
বুধবার (২৯ সেপ্টেম্বর) এ বিষয়ে কলেজের প্রিন্সিপাল মৌলী সরকার বলেন, ‘এইচএসসি পাসের পর অনেকের আগ্রহ থাকে মেডিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার। কিন্তু কারও ছোটবেলা থেকেই যদি আগ্রহ থাকে এ ধরনের একটি যুগোপযোগী আন্তর্জাতিক মানের একটি ডিগ্রি অর্জনের, তাহলে বেছে নিতে পারে এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং।
এভিয়েশন নিয়ে যারা পড়তে চায় তারা ‘এ’ লেভেল অথবা এইচএসসি পাসের পর এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে আন্তর্জাতিক ডিগ্রি নিতে পারবে। এ বিষয়ে পড়ে শিক্ষার্থীরা এয়ার লাইনস এ চাকরির পাশাপাশি এয়ারত্রক্রাফট মেইনটেন্যান্স, ম্যানুফ্যাকচারিংয়ে কাজ করতে পারবে।’
এইচএসসিতে বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ পাঁচ পেয়ে কলেজ অব এভিয়েশন টেকনোলজিতে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ভর্তি হন নাজীয়া। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে বিমান কোম্পানি প্লেইনফিল্ডে ইন্ডিয়ানা বিমানবন্দরে এয়ারক্রাফট অ্যাসোসিয়েট ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছেন।
নাজীয়া তার বর্তমান অবস্থানের পিছনে কলেজ অব এভিয়েশন টেকনোলজির ভূমিকা নিয়ে বলেন, ‘এই এভিয়েশন কলেজটির শিক্ষার পরিবেশ ও গুণগতমান অসাধারণ। আমি এই কলেজে বিভিন্ন এয়ারক্রাফট সম্পর্কে হাতে-কলমে প্রচুর অভিজ্ঞতা অর্জন করেছি।’
কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, বিএসসি অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং হলো সরকার অনুমোদিত চার বছরের অনার্স কোর্স। আট সেমিস্টারে শেষ করতে হয়। এর মাধ্যমে এরোস্পেস ইঞ্জিনিয়ারিং, এভিওনিক্স ইঞ্জিনিয়ারিং, এয়ারক্রাফট ইঞ্জিনিয়ারিং, এয়ারলাইন্স ইঞ্জিনিয়ারিং, এয়ারপোর্ট ইঞ্জিনিয়ারিং, এয়ারপোর্ট ডিজাইন এন্ড প্ল্যানিং, স্যাটেলাইট, স্পেস ইঞ্জিনিয়ারিং, রোকেট্রি, রাডার সিস্টেমস, রিমোট কন্ট্রোল সেন্সিং সিস্টেমস, হিউমান মেকানিক্স, এয়ার ট্রাফিক কন্ট্রোল সিস্টেমস, এয়ারক্রাফট মেইনটেনেন্স ম্যানেজমেন্ট, এয়ারক্রাফট ডিজাইন, রেডিও ইলেকট্রিক্যাল সিস্টেমস, থার্মাল ইঞ্জিনিয়ারিং, পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, রাডার ইঞ্জিনিয়ারিং, রোবোটিক্স ইঞ্জিনিয়ারিং, মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিংসহ স্যাটেলাইট অ্যান্ড টেলিকম্যুনিকেশন ইঞ্জিনিয়ারিং-এর বিসিএস, সরকারি ও বেসরকারি সেক্টরে কাজ করতে পারবে শিক্ষার্থীরা।
এখানে বিএসসি ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স অ্যান্ড মেকানিকাল ইঞ্জিনিয়ারিং এর ৬০ ক্রেডিট অধ্যয়ণ করতে হয়। যার মাধ্যমে ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং-এর বিসিএস, সরকারি ও বেসরকারি ইঞ্জিনিয়ারিং সেক্টরে চাকরি পেতে সুযোগ দেবে। তাছাড়া মধ্যপ্রাচ্যের এয়ারলাইন্স এমিরেটস, কাতার, গালফ, কুয়েত, ওমান, সাউদিয়াসহ অন্য যে এয়ারলাইন্সগুলো বাংলাদেশে ফ্লাইট পরিচালনা করে সেগুলোতে কাজ করার সুযোগ রয়েছে।
যোগ্যতা :
বিজ্ঞান বিভাগ থেকে এ বছর অথবা পূর্ববর্তী বছর এইচএসসি পাস করা শিক্ষার্থীরা বিএসসি অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং অনার্স কোর্সে আবেদন করতে পারবে।
কলেজের শিক্ষার্থী মাহফুজ বলেন, ‘ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল এয়ারলাইন্সে কাজ করার। তাই এখান থেকে প্রশিক্ষণ নিয়ে নিজেকে প্রস্তুত করে বর্তমানে আমেরিকায় অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছি।’
শাহেদ নামের আরেক শিক্ষার্থী বলেন, ‘এখানে ভর্তি হয়ে সকল প্রশিক্ষণ সফলতার সঙ্গে শেষ করে বিশ্বখ্যাত জার্মান বিমান রক্ষণাবেক্ষণ কোম্পানি হাইটেক এয়ারক্রাফট মেইনটেনেন্স জিএমবিএইচ-এ চার লাখ টাকা বেতনে ফ্রাংকফুর্ট হান বিমানবন্দরে কাজ করছি।’
এভিয়েশন সেক্টরে ক্যারিয়ার গড়তে ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের উত্তরার ১১ নম্বর সেক্টরে অবস্থিত কলেজ অব এভিয়েশন টেকনোলজিতে সরাসরি গিয়ে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। শিক্ষার্থীদের বিস্তারিত জানতে ০১৯২৬৯৬৩৬৫৩ নম্বরে যোগাযোগ করতে পারবে অথবা কলেজের ইমেইলে (web- www.catechedu.com) যোগাযোগ করতে পারবে।
ইয়ামিন/সনি