ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মেয়েদের পাসের হার বেশি: প্রধানমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৩, ২৬ নভেম্বর ২০২৩   আপডেট: ১১:১৪, ২৬ নভেম্বর ২০২৩
মেয়েদের পাসের হার বেশি: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: ভিডিও থেকে নেওয়া

২০২৩ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল অনলাইনে ঘোষণার কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (২৬ নভেম্বর) সকাল ১০টার কিছু সময় পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফল হস্তান্তর করা হয়।

আরো পড়ুন:

ফলাফল হস্তান্তরের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এবারের ফলাফলে মেয়েদের পাসের হার বেশি। কেনো ছেলেরা পিছিয়ে পড়ছে তা খুঁজে বের করতে হবে।

পড়ুন: এইচএসসির ফল জানা যাবে যেভাবে

প্রধানমন্ত্রী বলেন, এইচএসসিতে এবার ছেলেদের চেয়ে মেয়েদের পাসের হার ৩ দশমিক ৮ শতাংশ বেশি। নির্ধারিত সময়ে ফল ঘোষণা করায় শিক্ষা মন্ত্রণালয়ের সবাইকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।

ফল হস্তান্তরের সময় শিক্ষামন্ত্রী দীপু মনি, উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী ও বোর্ডের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

বেলা ১১টা থেকে নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ফলাফল আপলোড করা হবে। এ সময় থেকে যে কেউ রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ওয়েবসাইট ও মোবাইলে এসএমএস করে ফল দেখতে পারবেন। পরে বেলা ২টায় সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শিক্ষামন্ত্রী ফলাফলের বিস্তারিত তুলে ধরবেন। 

পড়ুন: প্রধানমন্ত্রীর কাছে এইচএসসি ও সমমানের ফল হস্তান্তর

/হাসান/এসবি/

সর্বশেষ

পাঠকপ্রিয়