ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমারকে ওএসডি

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৩, ১৮ ডিসেম্বর ২০২৪  
ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমারকে ওএসডি

অধ্যাপক তপন কুমার সরকার

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকারকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

বুধবার (১৮ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মোছা. রেবেকা সুলতানার সই করা প্রজ্ঞাপনে তাকে ওএসডি করা হয়।

এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গত ২১ অক্টোবর পদত্যাগপত্র জমা দিয়েছিলেন অধ্যাপক তপন কুমার সরকার। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবের কাছে দেওয়া পত্রে তিনি ঢাকা বোর্ড থেকে তাকে প্রত্যাহার করে অন্য কোথাও পদায়নের অনুরোধ করেছিলেন।

তবে সে সময় তাৎক্ষণিক কোনো পদক্ষেপ নেয়নি শিক্ষা মন্ত্রণালয়। পদত্যাগের প্রায় দুই মাস পর অবশেষে অধ্যাপক তপন কুমার সরকারকে ঢাকা বোর্ড থেকে সরিয়ে নিল শিক্ষা মন্ত্রণালয়।

এদিকে, একই দিনে অধ্যাপক এ বি এম রেজাউল করীমকে মাউশির মহাপরিচালকের চলতি দায়িত্ব দেওয়া হয়েছে। বুধবার উপ-সচিব রেবেকা সুলতানার সই করা প্রজ্ঞাপনে তাকে এ দায়িত্ব দেওয়া হয়। আগে তিনি মাউশির ডিজি পদে অতিরিক্ত দায়িত্বে ছিলেন।

প্রজ্ঞাপনে তিনটি শর্তে তাকে নতুন করে পদায়ন করা হয়েছে। সেগুলো হলো-এ চলতি দায়িত্ব কোনো পদোন্নতি নয়, এ দায়িত্ব দেওয়ার কারণে তিনি পদোন্নতি দাবি করতে পারবেন না, সংশ্লিষ্ট পদে নিয়মিত পদোন্নতির মাধ্যমে কর্মকর্তা নিয়োগ করা হলে তার যোগদানের তারিখ থেকে এ চলতি দায়িত্বের আদেশ বাতিল বলে গণ্য হবে।

ঢাকা/হাসান/সাইফ

সর্বশেষ

পাঠকপ্রিয়