ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

তিতুমীরের শিক্ষার্থীদের রেললাইন অবরোধ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২২, ৩ ফেব্রুয়ারি ২০২৫   আপডেট: ১৭:১৮, ৩ ফেব্রুয়ারি ২০২৫
তিতুমীরের শিক্ষার্থীদের রেললাইন অবরোধ

সোমবার বিকেলে রাজধানীর মহাখালীতে রেলপথ অবরোধ করেন সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা

রাজধানীর সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করাসহ সাত দাবি আদায়ে মহাখালীতে রেললাইন  অবরোধ করেছেন ওই কলেজের শিক্ষার্থীরা। 

সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেল ৩টা ৪০ মিনিটে ঢাকা রেলস্টেশন থেকে ছেড়ে আসা একটি ট্রেনকে লাল পতাকা দেখিয়ে থামিয়েছেন তারা।

ট্রেনের লোকমাস্টার আব্দুল লতিফ গণমাধ্যমকে বলেছেন, “নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেনটি ৩টা ২৫ মিনিটে ঢাকা রেলস্টেশন ছেড়ে আসে। ট্রেনের গতিসীমা ছিল ঘণ্টায় ৩০ কিলোমিটার। দূর থেকেই মহাখালী রেলগেটে লাল পতাকা ও মানুষের জটলা দেখতে পাই। দ্রুত গতি কমিয়ে ট্রেন থামাতে সক্ষম হই। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। হঠাৎ ট্রেন থামাতে বেগ পেতে হলেও কোনো সমস্যা হয়নি।”

এর আগে দুপুরে ‘বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি’ কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর গুলশানে বাঁশ ফেলে সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। ফলে, আশপাশের সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। সেখানে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক অবস্থানে আছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

ঢাকা/রায়হান/রফিক 

সর্বশেষ

পাঠকপ্রিয়