ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দুই দফা সংঘর্ষ শেষে শান্ত আইডিয়াল ও সিটি কলেজ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৩, ৯ ফেব্রুয়ারি ২০২৫  
দুই দফা সংঘর্ষ শেষে শান্ত আইডিয়াল ও সিটি কলেজ

ছবি: রাইজিংবিডি

রাজধানীর সায়েন্স ল্যাবে সিটি কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুই কলেজের কয়েকশ শিক্ষার্থী ল্যাবএইড হাসপাতালের সামনে সংঘর্ষে লিপ্ত হন।

রবিবার (৯ ফেব্রুয়ারি) বিকেল সোয়া ৪টার দিকে তাদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। দুই দফা সংঘর্ষ শেষে বিকাল সাড়ে ৫টার কিছু সময় পর তা শেষ হয়।

আরো পড়ুন:

ধানমন্ডি থানার কর্তব্যরত অফিসার সাব্বির হায়দার সংঘর্ষের তথ্য জানিয়ে বলেন, “আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন।”

আইডিয়াল শিক্ষার্থী সাদিকুর বলেন, “বন্ধু সার্কেলের ঝামেলা থেকে দুই কলেজের ঝামেলা শুরু। এটা একটা তুচ্ছ বিষয় ছিল।”

আইডিয়াল শিক্ষার্থী ইমন বলেন, “আমরা ক্যাম্পাসে যাওয়ার সময় সিটি কলেজের ছেলেরা আমাদের বাসে ঢিল মারে। আমরাও তাদের মাঝে মাঝে পাল্টা ঢিল মারি। এরকম বিষয় নিয়ে বন্ধুদের কথা কাটাকাটি এক পর্যায়ে দুই কলেজের সংঘর্ষে রূপ নেয়।”

এ বিষয়ে ডিএমপির নিউমার্কেট জোনের সহকারী কমিশনার (এসি) তারিক লতিফ গণমাধ্যমকে বলেন, “দুই কলেজের শিক্ষকেরা ঘটনাস্থলে রয়েছেন। তারা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছেন। পরিস্থিতি শান্ত।”

ঢাকা/সুকান্ত/সাইফ

সর্বশেষ

পাঠকপ্রিয়