এইচএসসি পরীক্ষা পেছানো নিয়ে শিক্ষার্থীদের হাতাহাতি

পরীক্ষা পেছানোর দাবিতে জড় হওয়া শিক্ষার্থীদের সরিয়ে দেয় পরীক্ষা দিতে চাওয়া শিক্ষার্থীরা
আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষা পেছানো নিয়ে ঢাকার সায়েন্সল্যাবে দুই পক্ষের শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১৭ জুন) দুপুর সাড়ে ১২টায় পূর্ব ঘোষিত পরীক্ষা পেছানোর দাবিতে সায়েন্সল্যাব থেকে ঢাকা শিক্ষা বোর্ডের অভিমুখে ডাকা লং মার্চে অংশ নিতে জড় হয় কিছু শিক্ষার্থী। তবে তাদের সরিয়ে দেয় পরীক্ষা নেওয়ার পক্ষের শিক্ষার্থীরা।
এইচএসসি পরীক্ষার পক্ষে ঢাকা কলেজের শিক্ষার্থী মাহবুব সৈকত বলেন, “আমরা যথেষ্ট সময় পেয়েছি। এই সময়ের মধ্যে ঠিকমত লেখাপড়া করলে ভালো ফলাফল করা সম্ভব। কিন্তু এখন কিছু কলেজের শিক্ষার্থীরা গত ১৬-১৭ মাস পড়েনি তারা এখন এসে পরীক্ষা পেছানোর দাবি করছে। যা একেবারেই অযৌক্তিক। এটা করা হলে আমরা অনেকটা পিছিয়ে পড়বো। যার ফলে ভার্সিটি ভর্তি পরীক্ষায় একটা বড় ধরনের প্রভাব ফেলবে।”
আইডিয়াল কলেজের শিক্ষার্থী সায়ের হোসেন রিফাত বলেন, “আমরা আজ এইচএসসি পরীক্ষার পেছানোর দাবিতে সায়েন্স ল্যাব থেকে ঢাকা শিক্ষা বোর্ডের অভিমুখে পরীক্ষার্থীদের ডাকা লংমার্চ করতে এসেছিলাম। জুলাই আন্দোলনের কারণে আমাদের পড়াশোনায় অনেক ক্ষতি হয়েছে৷ পাশাপাশি ৫ আগস্টের পর আমাদের অনেক শিক্ষার্থীরা ট্রাফিক ব্যবস্থাপনাসহ আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতায় কাজ করেছে। যার ফলে আমাদের অনেক সময় নষ্ট হয়েছে। এখন আবার করোনা ছড়াচ্ছে। আমাদের পরীক্ষার প্রস্তুতি ভালো হয়নি। তাই দুই মাস পরীক্ষা পেছানোর দাবি জানাচ্ছি।”
বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজের শিক্ষার্থী মো. মুসা বলেন, “আমাদের যে সিলেবাস তা ৮ থেকে ১০ মাসেই শেষ করা সম্ভব। সেখানে আমরা ১৬ থেকে ১৭ মাস সময় পেয়েছি। তাই আমরা পরীক্ষা পেছানোর যৌক্তিক কোনো কারণ দেখছি না। বরং পরীক্ষা পেছালে আমাদের আরো ক্ষতি হবে।”
তিনি আরো বলেন, “যারা পরীক্ষা পেছানোর দাবি করছে তাঁরা ‘ভালো’ কোনো কলেজের শিক্ষার্থী না। আমরা ঢাকা কলেজ, নটরডেম কলেজ ও সিটি কলেজসহ বড় বড় কলেজের শিক্ষার্থীরা যথা সময়ে পরীক্ষা চাই।”
আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে আগামী ২৬ জুন।
আন্তঃশিক্ষা বোর্ড সূত্র জানায়, পরীক্ষার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। করোনা পরিস্থিতি এমন থাকলেও পরীক্ষা যথানিয়মে ও নির্ধারিত সময়ে শুরু করা হবে। সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ব্যবস্থা নেওয়া হবে। এ জন্য অনানুষ্ঠানিকভাবে একাধিক বিকল্পও ভেবে রাখা হচ্ছে।
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে ১১টি শিক্ষা বোর্ডের অধীন ফরম পূরণ করেছেন ১২ লাখ ৫১ হাজার ১১১ জন পরীক্ষার্থী। এবার মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৬ লাখ ১৮ হাজার ১৫ জন ও ছাত্রী ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন। যদিও এইচএসসি পরীক্ষা শুরুর মাত্র এক সপ্তাহ আগে; অর্থাৎ আগামী ১৮-১৯ জুন ফের ফরম পূরণের সুযোগ দিয়েছে ঢাকা বোর্ড। ফলে পরীক্ষার্থীর সংখ্যা কিছুটা বাড়তে পারে।
ঢাকা/রায়হান/ইভা