প্রশ্নফাঁসের কোনো সুযোগ অসাধু চক্র পাবে না: শিক্ষা উপদেষ্টা
শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল (সি আর) আবরার বলেছেন, “আমরা এসএসসি পরীক্ষার মতো এবারও তৎপর আছি। আশা করি, প্রশ্নফাঁসের কোনো সুযোগ অসাধু চক্র পাবে না। কেউ গুজব ছড়ালেও আমরা ব্যবস্থা নেব।”
বৃহস্পতিবার (২৬ জুন) রাজধানীর ভাসানটেক সরকারি কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
শিক্ষা উপদেষ্টা বলেন, “আমি কেন্দ্র ঘুরে দেখলাম, সব পরীক্ষার্থী মাস্ক পরে এসেছে; সবাই নিরাপদ দূরত্বে বসে পরীক্ষা দিচ্ছে। ডেঙ্গুর বিষয়েও আগে থেকেই আমরা পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়েছি। সব মিলিয়ে ডেঙ্গু-করোনা নিয়ে আমাদের প্রস্তুতি ভালো। ফলে এ নিয়ে ভয়ের বা শঙ্কার কিছু দেখছি না।”
কেন্দ্রের ২০০ গজের মধ্যে গাড়ি প্রবেশ ও অভিভাবকদের জটলা করতে নিষেধাজ্ঞা ছিল। সেগুলো ঠিকঠাক মানা হচ্ছে না। বিষয়টি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমি সচিবালয় থেকে এখানে এসেছি। খুব বেশি জটলা বা ঝামেলা দেখিনি।”
“যদিও আমি পরীক্ষা শুরুর পর এসেছি। তবে এটা সত্য যে, সব নিয়ম মানানো যাচ্ছে না। আমরা ধীরে ধীরে এগুলো নিয়ে কাজ করব। আশা করি সামনে আরো ভালো পরিস্থিতি হবে।”
তিনি বলেন, “নয়টি সাধারণ শিক্ষা বোর্ডসহ এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীনে সারা দেশের ৯৩০০ প্রতিষ্ঠান থেকে ১২ লাখ ৫১ হাজার ১১১ জন এ পরীক্ষায় অংশ নিচ্ছে।”
এবার ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে এবার পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। তত্ত্বীয় এই পরীক্ষা শেষ হবে ১০ আগস্ট, ব্যবহারিক পরীক্ষা ১১ আগস্ট থেকে ২৪ আগস্ট পর্যন্ত চলবে। আগামী ১৫ আগস্ট পর্যন্ত সারা দেশে সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে সাংদিকদের প্রশ্নের জবাবে শিক্ষা উপদেষ্টা বলেন, “প্রশ্নপত্র দেখার সুযোগ আমার হয়নি। তবে এটা নিশ্চিত যে, কেউ বলবে প্রশ্নপত্র ভালো হয়েছে, আবার কেউ বলবে খারাপ হয়েছে। এটা তাদের বোঝাপড়া এবং প্রস্তুতির ওপর নির্ভর করে। আমরা যেটা নিশ্চিত করতে পারি তাহলো, প্রশ্নপত্রের মান ঠিকঠাক রাখা।”
উপদেষ্টা আবরার বলেন, “সমস্যা যেটা হচ্ছে, এটার জন্য পরবর্তীকালে আরো কি করা যাবে সেগুলো নিয়েও আমরা ভাবব। কিন্তু ব্যবস্থাগুলো অতীতের থেকে ইম্প্রুভ করেছে তার পরেও সমস্যা থাকছে। সবকিছু নিরসন করা হঠাৎ করে সম্ভব হবে না। এগুলো নিয়েই আমাদের কাজ করতে হবে।”
ঢাকা/আসাদ/সাইফ