ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

এইচএসসি পরীক্ষা: কেন্দ্র চত্বরে প্রবেশে নতুন নির্দেশনা

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩৮, ২৮ জুন ২০২৫   আপডেট: ২০:৩৯, ২৮ জুন ২০২৫
এইচএসসি পরীক্ষা: কেন্দ্র চত্বরে প্রবেশে নতুন নির্দেশনা

ফাইল ছবি

যানজট ও জনদুর্ভোগ এড়াতে চলমান এইচএসসি পরীক্ষায় পরীক্ষার্থীদের সকাল সাড়ে ৮টা থেকে কেন্দ্র চত্বরে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে।

ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে এই বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আরো পড়ুন:

শনিবার (২৮ জুন) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দারের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে চলমান এইচএসসি পরীক্ষার কেন্দ্র ও আশপাশ এলাকার যানজট ও জনদুর্ভোগ লাঘবে পরীক্ষার্থীদের সকাল সাড়ে ৮টা থেকে কেন্দ্র চত্বরে ঢোকার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পরীক্ষা কেন্দ্রগুলোর ভারপ্রাপ্ত কর্মকর্তাদের অনুরোধ জানানো হয়েছে।

তবে পরীক্ষার কক্ষে প্রবেশ সংক্রান্ত আগের নিয়মাবলি বহাল থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

নির্দেশনাটি ঢাকা বোর্ডের আওতাধীন সব এইচএসসি কেন্দ্রের জন্য প্রযোজ্য। এ সংক্রান্ত চিঠির অনুলিপি ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার, সংশ্লিষ্ট জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, শিক্ষা মন্ত্রণালয় ও বোর্ডের সংশ্লিষ্ট শাখাগুলোতে পাঠানো হয়েছে।

গত বৃহস্পতিবার (২৬ জুন) এইচএসসির ৯টি সাধারণ ধারার শিক্ষা বোর্ডের অধীন বাংলা (আবশ্যিক) প্রথম পত্র পরীক্ষায় ৯ লাখ ১৮ হাজার ২৭৭ জন পরীক্ষার্থী অংশ নেন। এতে অনুপস্থিত ছিলেন ১৪ হাজার ৫১৩ জন পরীক্ষার্থী। ১ হাজার ৬০০টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ঢাকা/এসবি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়