ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শনিবার স্কুল খোলা থাকার খবর ভিত্তিহীন: মাউশি

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:০১, ২৮ জুলাই ২০২৫   আপডেট: ২৩:২৭, ২৮ জুলাই ২০২৫
শনিবার স্কুল খোলা থাকার খবর ভিত্তিহীন: মাউশি

ফাইল ফটো

আগস্টের প্রথম সপ্তাহ থেকে দেশের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো শনিবার খোলা রাখার খবর ‘ভিত্তিহীন’ বলেছে শিক্ষাবিষয়ক দুই সরকারি সংস্থা। সামাজিক যোগাযোগমাধ্যমে শনিবার খোলা রাখা নিয়ে গুজব ছড়ালে এ বিষয়টি নিয়ে খোলসা করা হয়েছে। 

সোমবার (২৮ জুলাই) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) উপপরিচালক ইউনুছ ফারুকী এই তথ্য জানান।

আরো পড়ুন:

তিনি বলেন, “আগস্ট থেকে সাপ্তাহিক ছুটি বাতিলের যে দাবি করা হচ্ছে, সেটি সম্পূর্ণ ভুয়া। আমাদের কোনো বৈঠকে এমন আলোচনা হয়নি। শুক্র ও শনিবার যথারীতি সাপ্তাহিক ছুটির দিন থাকবে।”

তিনি আরো বলেন, “কারা, কী উদ্দেশ্যে এসব ছড়াচ্ছে সেটা বলা মুশকিল। তবে সাপ্তাহিক ছুটি কমানোর বিষয়ে সরকারের কোনো সিদ্ধান্ত নেই।”

একই ধরনের মন্তব্য করেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) পরিচালক (পলিসি অ্যান্ড অপারেশন) মোহাম্মদ কামরুল হাসান।

তিনি বলেন, “এটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন একটি খবর। প্রাথমিক স্তরে শনিবার স্কুল খোলা রাখার কোনো সিদ্ধান্ত হয়নি।”

সম্প্রতি ফেসবুকের বিভিন্ন গ্রুপে ‘আগস্ট থেকে শুক্র-শনিবারের ছুটি বাদ, সপ্তাহে একদিন বন্ধ থাকবে’—এমন বার্তা ভাইরাল হয়। তবে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন উভয় সংস্থাই বলছে, শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির বিষয়ে কোনো পরিবর্তন আনা হয়নি।

সোশ্যাল মিডিয়ায় ভুয়া খবর দেখে বিভ্রান্ত না হওয়ার অনুরোধও জানিয়েছে মাউশি এবং ডিপিই উভয় পক্ষই।

ঢাকা/হাসান/মেহেদী

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়