ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

৪০ দিন সমুদ্রে ছিলাম: চঞ্চল চৌধুরী

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৩২, ১৯ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
৪০ দিন সমুদ্রে ছিলাম: চঞ্চল চৌধুরী

‘অভিনয় জীবনে এই প্রথম একটানা ৪০ দিন বাসা ছেড়ে, প্রিয়জন ছেড়ে, ঢাকা ছেড়ে দূর সমুদ্র সেন্টমার্টিনে কাটিয়ে ফিরলাম প্রিয় শহরে। আহা কি যে শান্তি!’—সেন্টমার্টিন থেকে ঢাকা ফিরে এভাবে অনুভূতি প্রকাশ করেন দর্শকপ্রিয় অভিনয়শিল্পী চঞ্চল চৌধুরী।

মেজবাউর রহমান সুমনের প্রথম চলচ্চিত্র ‘হাওয়া’। এতে অভিনয় করছেন চঞ্চল চৌধুরী। সেন্টমার্টিন দ্বীপে এ সিনেমার টানা ৪০ দিন শুটিং হয়েছে। শুটিং শেষ করে গতকাল সোমবার ঢাকায় ফিরেছে ‘হাওয়া’ টিম। আর ঢাকায় ফিরে এই অনুভূতি ব্যক্ত করেন চঞ্চল।

শুটিংয়ের অভিজ্ঞতা জানিয়ে এই অভিনেতা বলেন, ‘‘প্রতিকূল পরিবেশে এতগুলো মানুষ কাজটা শেষ করে আসতে পারব কি না, সেটা একটা চ্যালেঞ্জ ছিল! আসলে সমস্ত বিষয়টা আমার কাছে যুদ্ধের মতো ছিল। এ রকম গল্প নিয়ে এর আগে, এ দেশে আর কোনো সিনেমা নির্মাণ হয়নি। হয়তো কেউ সাহসও করেননি। আমাদের চ্যালেঞ্জটা ছিল সেখানেই। ‘হাওয়া’ টিমের প্রত্যেকটা মানুষ অমানবিক পরিশ্রম করেছেন, যা বলে বোঝানো যাবে না। এর সঙ্গে যুক্ত হয়েছিল প্রাকৃতিক দূর্যোগ ‘বুলবুল’। ৪০ দিন সমুদ্রের মাঝখানে, বিষয়টা খুব সহজ নয়, অনেক কষ্ট সাধ্য ছিল। এই কষ্ট আমরা করতে পেরেছি, সিনেমাকে ভালোবাসি সেই জন্য আর দর্শকও ভালো সিনেমা দেখতে চায় সেই জন্য। আমার বিশ্বাস, যদি ভালো কিছু হয় তবে দর্শক তার মূল্য দিবেন।’’

‘হাওয়া’ চলচ্চিত্র নিয়ে ভীষণ আশাবাদী চঞ্চল। তিনি বলেন, ‘এ সিনেমার পরিচালক মেজবাউর রহমান সুমনের কাজের প্রতি সততায় আমি মুগ্ধ। সুমনকে ধন্যবাদ। কারণ এই দুঃসময়ে সস্তা বিনোদন দেওয়ার জন্য, ও কোনো চটকদারি গল্পের সিনেমা বানাচ্ছে না। সুমনের সিনেমায় অন্যরকম একটা জীবন আছে, যা আমরা আগে দেখিনি।’

সিনেমার গল্প প্রসঙ্গে পরিচালক মেজবাউর রহমান সুমন বলেন, ‘সম্পর্ক, প্রতিশোধ এবং মৃত্যুকে উপজীব্য করে গড়ে উঠেছে হাওয়া সিনেমার গল্প। এটি মাটির গল্প নয় বরং পানির গল্প। সমুদ্র পাড়ের মানুষ প্রধান উপজীব্য হলেও সমুদ্র পাড়ের গল্প নয় বরং সমুদ্রের গল্প।’

তিনি আরো বলেন, ‘হাওয়া এ কালের রূপকথার গল্প। যার প্রধান উপাদান সমুদ্র, ঢেউ আর একটি ট্রলার। আবহমান কাল ধরে চলে আসা যে রূপকথা আমরা শুনে এসেছি সেই রূপকথা হাওয়া নয়, তবে এই সময়ে যে অস্থিরতা তা থেকে বেরিয়ে এসে এক ধরনের ধ্যানমগ্ন নির্মল যাত্রার নাম হাওয়া।’

‘হাওয়া’ সিনেমায় আরো অভিনয় করছেন—নাফিজা তুষি, সুমন আনোয়ার, শরিফুল রাজ, রিজভি, নাসির, মাহমুদ  প্রমুখ। এর চিত্রগ্রহণে রয়েছেন কামরুল হাসান খসরু। প্রযোজনা করছে সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড।



ঢাকা/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়