নির্মাতা উজ্জ্বল গাইলেন ‘বেদনার কপাট খুলে’
নাট্যনির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল। টেলিভিশন নাটক নির্মাণ করে নিজের জাত চিনিয়েছেন তিনি। কিন্তু তারও আগে ‘মেঘদল’ ব্যান্ডের হয়ে গান রচনা, সুর ও কণ্ঠ দিয়ে উজ্জ্বল দ্যুতি ছড়িয়েছেন। এ ব্যান্ড দল ছেড়েছেন তাও প্রায় নয় বছর।
এবার ‘বেদনার কপাট খুলে’ শিরোনামে গাইলেন উজ্জ্বল। গানটির কথা, সুর, সংগীতায়োজন করেছেন তিনি। এ গান নিয়ে ভিডিও নির্মাণ করেছেন। যাতে অবহেলিত মানুষের জীবনচিত্র ফুটে উঠেছে। এতে কিছু স্থিরচিত্র ব্যবহার করা হয়েছে। যেখানে স্থান পেয়েছে— রানা প্লাজা ধস, এফ আর টাওয়ারের আগুন, নুসরাত প্রভৃতি। গতকাল বুধবার সন্ধ্যায় রেড অক্টোবর লাইভের ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে এটি।
মাসুদ হাসান উজ্জ্বল বলেন, ‘আমি শৈশব থেকেই মা-বাবার সমস্ত কথাকে বেদবাক্য মনে করিনি। যেকোনো পরিস্থিতি নিজস্ব দৃষ্টিভঙ্গি থেকে বিশ্লেষণ করার চেষ্টা করেছি। সুতরাং বাবা-মা বলে দিয়েছেন দেশ নিয়ে গর্ব কর, আর কারণ না জেনেই গর্ব করা শুরু করে দিলাম, তা আমাকে দিয়ে হবে না! দেশ তো কেবল মায়া কান্নার কোনো কনসেপ্ট না। আমার কাছে দেশ মানে মানুষ। আমার কাছে দেশ মানে একটা শ্রেণিহীন, বৈষম্যবিহীন সমাজব্যবস্থা। দেশ মানে মেহনতি মানুষের রক্ত আর পাকস্থলী শুষে নিয়ে উন্নয়নের জয়গান কোনো মতেই হতে পারে না! দেশ মানে কেউ খাবে কেউ খাবে না তা হবে না, তা হবে না।’
তিনি আরো বলেন, ‘‘১৯৭১ সালে ৩০ লাখ শহীদের আত্মবলিদানের একটা নির্দিষ্ট লক্ষ্য ছিল দেশকে স্বাধীন করা। স্বাধীনতার ৪৮ বছর পর আমরা যে প্রতিদিন মার খাচ্ছি, কেন খাচ্ছি? কোন লক্ষ্য অর্জনের জন্য খাচ্ছি, একবারো কী ভেবে দেখেছন? এই যে মুখস্ত লাইন ‘সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি’। এই আত্মতৃপ্তি আসে কোথা থেকে! আমি আমাদের সকলের প্রাণের গানের পঙক্তিকে বা দেশপ্রেমকে খাঁটো করে দেখার জন্য কথাগুলো বলছি না কিন্তু যে মাটিকে আমি ভালোবাসি সেই মাটিরও আমাকে ভালোবাসবার কথা ছিল, আগলে রাখার কথা ছিল, ছিল নিরাপত্তা দেওয়ার কথা! এই গানে সেই কথাটা ভেবে দেখার আহ্বান জানাচ্ছি। সকলকে বিজয় দিবসের শুভেচ্ছা।’’
২০১৩ সাল থেকে মাসুদ হাসান উজ্জ্বল ‘হিমায়িত নির্বেদ’ নামে অ্যালবামের কাজ শুরু করেন। তারই প্রথম প্রকাশ ‘বেদনার কপাট খুলে’।
পরিচালক মাসুদ হাসান উজ্জ্বল নির্মিত প্রথম সিনেমা ‘ঊনপঞ্চাশ বাতাস’। এর মাধ্যমে চলচ্চিত্র নির্মাতা হিসেবে অভিষেক ঘটবে ছোট পর্দার প্রশংসিত এই নির্মাতার। এ সিনেমার গল্পের মূল চরিত্র অয়ন ও নিরা। চরিত্র দুটি রূপায়ন করেছেন ইমতিয়াজ বর্ষণ ও শার্লিন ফারজানা।
পরিচালনার পাশাপাশি ‘ঊনপঞ্চাশ বাতাস’-এর কাহিনি, সংলাপ, চিত্রনাট্য, শিল্প নির্দেশনা এবং সংগীত পরিচালনাও করেছেন মাসুদ হাসান উজ্জ্বল। আগামী বিশ্ব ভালোবাসা দিবসে সিনেমাটি মুক্তির কথা রয়েছে।
দেখুন:
ঢাকা/শান্ত
রাইজিংবিডি.কম