RisingBD Online Bangla News Portal

ঢাকা     রোববার   ২৪ জানুয়ারি ২০২১ ||  মাঘ ১০ ১৪২৭ ||  ০৯ জমাদিউস সানি ১৪৪২

সেন্সরে যাচ্ছে ডিপজল-মৌসুমীর ‘সৌভাগ্য’

প্রকাশিত: ০৫:১৮, ১৪ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সেন্সরে যাচ্ছে ডিপজল-মৌসুমীর ‘সৌভাগ্য’

জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল উপহার দিয়েছেন অনেক ব্যবসাসফল সিনেমা। চিত্রনায়িকা মৌসুমীর বিপরীতে বেশ কিছু সিনেমায় তাকে দেখা গিয়েছে।

এ জুটির পরবর্তী সিনেমা ‘সৌভাগ্য’। ২০১০ সালে শুরু হওয়া এ সিনেমার শুটিং ২০১২ সালে শেষ হয়। মাঝে দীর্ঘ আট বছর কেটে গেলেও আলোর মুখ দেখেনি এটি। গুণী নির্মাতা এফ আই মানিক পরিচালিত এ সিনেমা আগামী মাসে সেন্সর বোর্ডে জমা দেওয়া হবে।

এফ আই মানিক রাইজিংবিডিকে বলেন, ‘‘সৌভাগ্য’ সিনেমার কাজ অনেক আগেই শেষ করেছি। সবকিছু গুছিয়ে আগামী মাসে সেন্সরে জমা দিব। এরপর আরো কয়েকটি সিনেমার কাজ শুরু করব।’’

ডিপজল বলেন, ‘‘সৌভাগ্য’ সিনেমার গল্পটা অনেক সুন্দর। এছাড়া এফ আই মানিক বাংলাদেশের গুণী নির্মাতা। অসংখ্য ব্যবসাসফল সিনেমা তিনি উপহার দিয়েছেন। আশা করছি, এই সিনেমাও দর্শকদের ভালো লাগবে। আমি সবসময় গল্প নির্ভর সিনেমায় কাজ করি। নিজের প্রোডাকশন হাউস থেকেও সবসময় গল্প নির্ভর সিনেমা নির্মাণ করি।’’

এ অভিনেতা তার নতুন সিনেমা প্রসঙ্গে বলেন, ‘‘দিল’ নামে একটি সিনেমার কাজ খুব শিগগির শুরু করব। সিনেমাটির গল্প লেখা শেষ। গল্প নিয়ে কয়েকদিন আগেও বসেছিলাম। কিছু কারেকশন করে কাজ শুরু করব।’’

‘সৌভাগ্য’ সিনেমাটি মনোয়ার হোসেন ডিপজলের নিজস্ব প্রযোজনা সংস্থা অমিবনি কথাচিত্রের ব্যানারে নির্মিত হয়েছে। এতে ডিপজল-মৌসুমী ছাড়া অভিনয় করেছেন—কাজী মারুফ, তমা মির্জা, নবাগতা তন্দ্রা, আন্না, আনোয়ারা, সুব্রত, মিজু আহমেদ, ডিজে সোহেল প্রমুখ।


ঢাকা/রাহাত সাইফুল/শান্ত

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়