RisingBD Online Bangla News Portal

ঢাকা     শনিবার   ২৪ অক্টোবর ২০২০ ||  কার্তিক ৯ ১৪২৭ ||  ০৭ রবিউল আউয়াল ১৪৪২

সুইমস্যুটে পরিণীতির ছবি ভাইরাল

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৫, ২৪ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সুইমস্যুটে পরিণীতির ছবি ভাইরাল

বেশ কিছুদিন ধরে ব্যস্ত সময় পার করছেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। যে কারণে ফুরসত মিলতেই ছুটলেন ছুটি কাটাতে।

বর্তমানে মালদ্বীপে অবকাশ যাপন করছেন এই অভিনেত্রী। গতকাল বৃহস্পতিবার ফটো শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে সেখানকার একাধিক ছবি পোস্ট করেছেন তিনি। একটি ছবিতে দেখা যাচ্ছে, পরিণীতি কালো সুইমস্যুটে সমুদ্রে শুয়ে আছেন। চোখে কালো রোদ চশমা। ছবির ক্যাপশনে এই অভিনেত্রী লিখেছেন, ‘মাঝ সমুদ্রে হ্যামক? ইয়েস প্লিজ!’

সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো ভাইরাল এই ছবি। এখনো ২৪ ঘণ্টা পার হয়নি। এরই মধ্যে শুধু ইনস্টাগ্রামে ছবিটিতে প্রায় আট লাখ লাইক পড়েছে।

সমুদ্রে ডাইভ অনেক পছন্দ করেন এই লাস্যময়ী অভিনেত্রী। অন্য ছবিতে ডাইভিং শেষে বিশ্রামরত অবস্থায় দেখা গেছে তাকে। ক্যাপশনে লিখেছেন, ‘আমাকে সমুদ্র দেন, আমি খুশি হয়ে যাব। মালদ্বীপ আমার প্রায় দ্বিতীয় বাড়িতে পরিণত হয়েছে।’

পরিণীতির পরবর্তী সিনেমা সন্দীপ অউর পিংকি ফারার। এতে অর্জুন কাপুরের বিপরীতে অভিনয় করছেন তিনি। এছাড়া দ্য গার্ল অন দ্য ট্রেন সিনেমার হিন্দি রিমেকে অভিনয় করছেন তিনি। পাশাপাশি ভারতের ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়ালের বায়োপিকে দেখা যাবে তাকে।


ঢাকা/মারুফ/তারা

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়