ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

হাসপাতালে ‘মিশন মঙ্গল’ সিনেমার পরিচালক

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:১৬, ২৭ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
হাসপাতালে ‘মিশন মঙ্গল’ সিনেমার পরিচালক

অক্ষয় কুমার অভিনীত আলোচিত সিনেমা ‘মিশন মঙ্গল’। এ সিনেমার পরিচালক জগন শক্তিকে মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গত শনিবার বিকেলে হঠাৎ অজ্ঞান হয়ে পড়লে জগনকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারপর পরিচালকের এক বন্ধু তার পরিবারে খবর দেন। এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন জগন। এর আগে তার মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে আছে তা শনাক্ত করা হয়েছিল। এখনো বিষয়টি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছেন চিকিৎসকরা। তার শারীরিক অবস্থা গুরুতর। পিংকভিলা এ খবর প্রকাশ করেছে।

‘মিশন মঙ্গল’ সিনেমার মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন জগন শক্তি। ভারতীয় উপগ্রহ ‘মঙ্গলায়ন’ মহাকাশে পাঠানোর অভিযানকে নিয়ে সিনেমার গল্প তৈরি হয়েছে। অক্ষয় কুমার, বিদ্যা বালানকে বিজ্ঞানীর চরিত্রে দেখা যায়। এছাড়াও অভিনয় করেছেন—সোনাক্ষী সিনহা, তাপসী পান্নু, শারমান জোশি, কীর্তি কুলহারি, নিথিয়া মেনন প্রমুখ।

অক্ষয় কুমারের কেপ অব গুড ফিল্মস ও ফক্স স্টারসের সঙ্গে সিনেমাটির সহ প্রযোজনা করেন আর বালকি। গত বছরের ১৫ আগস্ট মুক্তি পায় সিনেমাটি।


ঢাকা/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়