RisingBD Online Bangla News Portal

ঢাকা     শনিবার   ২৪ অক্টোবর ২০২০ ||  কার্তিক ৯ ১৪২৭ ||  ০৭ রবিউল আউয়াল ১৪৪২

পুলিশের পোশাকে পরীমনির স্বপ্নপূরণ

বিনোদন প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৮, ২৭ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পুলিশের পোশাকে পরীমনির স্বপ্নপূরণ

বাবা ছিলেন পুলিশ অফিসার। ছোটবেলায় বাবার পোশাক আর স্টাইল দেখে পুলিশ হওয়ার স্বপ্ন দেখতেন। ভাবতেন বড় হয়ে নিজেও বাবার মত অপরাধীদের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন। তা আর হয়ে ওঠেনি। বড় হয়ে তিনি হয়ে গেলেন রুপালি পর্দার নায়িকা। বলছি, ঢাকাই চলচ্চিত্রে এই সময়ের হার্টথ্রব চিত্রনায়িকা পরীমনির কথা।

পরীমনিকে এর আগে পর্দায় বিভিন্ন রূপে দেখা গেছে। তবে এবারই তিনি প্রথম পুলিশের চরিত্রে দর্শকের সামনে হাজির হবেন। সিনেমার শুটিংও চলছে পুরোদমে। ক্যামেরায় নিজেকে পুলিশ রূপে দেখে উচ্ছ্বসিত এই নায়িকা।

আজ সোমবার বিএফডিসিতে ওয়েব সিরিজ ‘পাফ ড্যাডি’র শুটিং করেছেন পরীমনি। এখানে তাকে পুলিশের চরিত্রে দেখা যাবে। পরীমনি বলেন, ‘ছোটবেলা থেকেই ইচ্ছে ছিল পুলিশ হবো। মানুষের কাছে পুলিশের পোশাকের সম্মান আছে। এই পোশাক পরে আমি সম্মান পাব দর্শকের- একথা ভাবতেই ভালো লাগছে! আশা করছি আমার নতুন এই রূপ দর্শকদের কাছেও ভালো লাগবে।’

নির্মাতা সাইদ উন নবী পরিচালিত ‘পাফ ড্যাডি’ ওয়েব সিরিজে পরীর বিপরীতে অভিনয় করছেন মডেল ও অভিনেতা সজল।


ঢাকা/রাহাত সাইফুল/তারা

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়