ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

আসিফের দুঃখ প্রকাশ

প্রকাশিত: ১১:২৩, ২২ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আসিফের দুঃখ প্রকাশ

বাংলা গানের ‘যুবরাজ’খ্যাত সংগীতশিল্পী আসিফ আকবর। প্রথম অ্যালবাম প্রকাশের পরই আকাশছোঁয়া তারকাখ্যাতি পান। অনেক ভক্তের হৃদয়ে তিনি স্বপ্নের গায়ক। যে কারণে তাকে নিয়ে ভক্তদের উন্মাদনার শেষ নেই।

এবার একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে আসিফের প্রথম বই ‘পোটকরা টু ম্যানহাটান’। বইটি প্রকাশ করেছে অন্যধারা। একুশে বইমেলায় অন্যধারার ৫৯৯-৬০২ নম্বর স্টলে বইটি পাওয়া যাচ্ছে। এছাড়া চট্টগ্রামসহ অন্যান্য বইমেলায় বইটি পাওয়া যাবে।

আগামীকাল চট্টগ্রাম যাচ্ছেন এই শিল্পী। এ নিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাসে তিনি লিখেন, ‘আগামী ২৩ ফেব্রুয়ারি রোববার চট্টগ্রাম বইমেলায় যাচ্ছি, থাকবো বিকেল চারটা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত। গহীনের গানের সময় যেতে পারিনি তাই এবার আর মিস করতে চাই না। চট্টগ্রামেই আমার ক্রিকেট এবং গানের ক্যারিয়ারে টার্নিং পয়েন্ট ছিল। তাই যেকোনো পজিটিভ ব্যাপারে চট্টলাকে স্মরণ করি।’

তিনি আরো উল্লেখ করেন, ‘আমার বই পোটকরা টু ম্যানহাটান এর সঙ্গে গহীনের গানের একটি করে নতুন পোস্টার গিফট করার সিদ্ধান্ত নিয়েছি। যারা আগে কিনে ফেলেছেন তারাও বই বা স্লিপ দেখিয়ে অন্যধারা ৫৯৯-৬০২ স্টল থেকে পোস্টার সংগ্রহ করতে পারবেন।’

বইয়ের দাম একটু বেশি হওয়ায় দুঃখ প্রকাশ করেন আসিফ। এ নিয়ে তিনি লিখেন, ‘মেলা শেষ হলে স্টুডেন্টদের জন্য বইটিতে সর্বোচ্চ ছাড় দেয়া হবে যেন ক্রয়ক্ষমতার কাছাকাছি থাকে। সেক্ষেত্রে শুধু শিক্ষাপ্রতিষ্ঠানের আইডি দেখালেই যেকোনো লাইব্রেরি থেকে বইটি সংগ্রহ করা যাবে। কিছু জটিলতার জন্য এখনি এই সুযোগটা দিতে পারছি না, এজন্য দুঃখিত। আমি চাই সবাই বইটি পড়ুক। আমি পেশাদার লেখক নই, তাই বাণিজ্যিক চিন্তাও মাথায় নেই। অন্যধারার প্রকাশক আমার সঙ্গে একমত পোষণ করেছেন। আমি চাই বইয়ে লেখা মেসেজগুলো ছড়িয়ে পড়ুক তরুণপ্রজন্মের মাঝে। মহান ভাষা শহীদদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা।’

আসিফ আকবরের বইটির প্রচ্ছদ করেছেন চন্দন রায় চৌধুরী। ব্যাক পেজ স্কেচ এঁকেছেন খলিফা পলাশ।


ঢাকা/রাহাত সাইফুল/ফিরোজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়