ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

আমরা বাঁচতে চাই: পাওলি

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৮, ৩ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
আমরা বাঁচতে চাই: পাওলি

পাওলি দাম

‘যেখান থেকে শুরু করেছি সেখানে এসে দাঁড়ালাম। এতো যে দৌড়ালাম কিন্তু কেন? কিসের জন্য? মূলে ফিরে গিয়েছি আমি। ভালোবাসা, কেয়ার, শেয়ার। এটুকুই যদি রাখতে পারি তবে অনেক। এই রাখার নাম বাঁচা। এই ক’দিন তাড়িয়ে বেরিয়েছে আমায় সেই সংলাপ, ‘দাদা আমি বাঁচতে চাই।’ প্রবলভাবে বেঁচে থাকার তাড়না নিয়ে দাদাকে বলে নীতা। আর সেই আর্তি পাহাড়ে পাহাড়ে ধ্বনিত হয়। আজও তো তাই, আমরা বাঁচতে চাই। পৃথিবীর যেকোনো মানুষের এই প্রাথমিক ভাবনা তো এক!’—করোনার প্রকোপে দীর্ঘ দিন ঘরবন্দি থেকে এভাবেই অনুভূতির কথা ব্যক্ত করেন দুই বাংলার পরিচিত মুখ পাওলি দাম।

৭০ দিনের বেশি সময় ধরে কলকাতার বাড়িতে রয়েছেন টলিউড অভিনেত্রী পাওলি দাম। লকডাউনের কারণে বর অর্জুনের কাছেও যেতে পারেননি তিনি। বাড়িতে জিম, বন্ধুদের সঙ্গে হোয়াটসঅ্যাপ কল, বই, সিনেমা দেখার মধ্য দিয়ে কাটছে তার সময়।

এই ঘরবন্দি সময় কাটিয়ে মানুষের ভাবনার অনেক পরিবর্তন ঘটেছে। আত্ম উপলদ্ধির কথা জানিয়ে পাওলি দাম আরো বলেন—‘‘ঋত্বিক ঘটকের ‘মেঘে ঢাকা তারা’ সিনেমাটি দেখছিলাম। এই সিনেমা বলছে সবটাই আজ বাঁচার লড়াই। মনে হলো, জীবনের বাকি যা যা হচ্ছিল তার সবটাই অ্যাক্সেসরিজ। কিন্তু তার মাঝেও আনন্দে থাকতে হবে। কাজ করতে হবে। এই যে মাঝে মাঝে আয়নার সামনে নেচে দিচ্ছে মানুষ। কেউ যা মন চায় করছে। এগুলোও থাকবে। আপনি ভেবে দেখুন, সব মানুষ তো আর একরকম ভাবে রিঅ্যাক্ট করবে না। তবে আজ মানুষ যে যা-ই করছে নিজেকে বাঁচিয়ে রাখার জন্যই করছে।’’

পাওলির বর অর্জুন গুয়াহাটিতে নিজের বাড়িতে রয়েছেন। এই দূরত্ব প্রসঙ্গে পাওলি দাম বলেন—‘আমাদের আরো কিছুটা সময় দিতে হবে। ফ্লাইট চালু হলেও আরো কিছুটা সময় দেওয়া উচিত বলে মনে করি। এখন যাওয়া নিরাপদ নয়। ব্যস! হয়ে গিয়েছে, এ নিয়ে আর কিছু বলার নেই।’

 

ঢাকা/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়