ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

‘টিপু সুলতানে ওই সময়টা ধরার চেষ্টা করেছি’

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:১১, ৩০ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
‘টিপু সুলতানে ওই সময়টা ধরার চেষ্টা করেছি’

টিপু সুলতান নাটকের দৃশ্য

রামদিয়া গ্রামের বুক চিরে ধমনীর মতো বয়ে চলেছে নদী। সেই নদীতে পানি আনতে যাচ্ছিলেন বাদল ডাক্তারের স্ত্রী নাজমা। সঙ্গে ছিলেন ডাক্তারের কম্পাউন্ডার জালু।

হঠাৎ খেয়াল করে রাস্তার পাশে পড়ে আছে রক্তাক্ত এক মেয়ে। তার নাম শিলা। নাজমার মন কেঁদে ওঠে। তারপর গল্প মোড় অন্যদিকে।

এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে ধারাবাহিক নাটক ‘টিপু সুলতান’। এটি রচনা ও পরিচালনা করেছেন হিরণ জামান। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন।

পরিচালক হিরণ জামান বলেন—থানা শহর থেকেও ১৫ কি. মি. দূরের এক প্রত্যন্ত গ্রামে আমার শৈশব এবং কৈশোর কেটেছে। মনে আছে বিকালে ছোটরা মাঠে খেলতাম আর বড়রা মাঠের পাশে দাঁড়িয়ে দূরের কোনো গ্রামে দুই দল সন্ত্রাসীর লাগা যুদ্ধের গুলির শব্দ গুনতো। তারপর চাঁদা দিতে দিতে ক্লান্ত হয়ে ১৯৯৬ সালে গ্রামের সব ফেলে কুষ্টিয়া শহরে চলে আসি। টিপু সুলতানে ওই সময়টা ধরার চেষ্টা করেছি। ওই সময়ের একজন কুশীলব, যার একটা রবিনহুড ভাবমূর্তি ছিল, তার গল্প বলতে চেয়েছি। সঙ্গে আমার কিছু দেখা এবং না দেখা চরিত্র রয়েছে।

নাটকটির বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন—অপর্ণা ঘোষ, আ খ ম হাসান, সাবেরী আলম, লুৎফর রহমান জর্জ, আল মামুন প্রমুখ।

আজ (৩০ জুন) থেকে প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ১০টায় বেসরকারি টেলিভিশন আরটিভিতে প্রচার হবে নাটকটি।

 

ঢাকা/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়