ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

বাহুবলির পাঁচ বছর: জেনে নিন কিছু অজানা তথ্য

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৮, ১০ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
বাহুবলির পাঁচ বছর: জেনে নিন কিছু অজানা তথ্য

ভারতের অন্যতম আলোচিত সিনেমা ‘বাহুবলি: দ্য বিগিনিং’। মুক্তির পর দর্শক-সমালোচকদের প্রশংসার পাশাপাশি বক্স অফিসেও সাড়া ফেলে এটি। শুক্রবার (১০ জুলাই) সিনেমাটি মুক্তির পাঁচ বছর পূর্ণ হয়েছে।

এর প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন প্রভাস ও রানা দাগ্গুবতি। এতে আরো অভিনয় করেছেন আনুশকা শেঠি, তামান্না ভাটিয়া, নাসের, রামায়া কৃষ্ণা প্রমুখ। সিনেমাটি পরিচালনা করেছেন এস এস রাজামৌলি।

বিশেষ এই দিনে সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্টদের নাম প্রকাশ করে ফটো শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে অভিনেতা প্রভাস লিখেছেন, ‘এই সেই টিম যারা ম্যাজিক সৃষ্টি করেছিল। বাহুবলি: দ্য বিগিনিং সিনেমার পাঁচ বছর উদযাপন করছি।’

অভিনেতা রানা দাগ্গুবলি সিনেমাটির উল্লেখযোগ্য কিছু দৃশ্যে নিয়ে তৈরি একটি ভিডিও প্রকাশ করে লিখেছেন, ‘বাহুবলির পাঁচ বছর।’

চলুন ‘বাহুবলি: দ্য বিগিনিং’র পাঁচ বছর পূর্তি উপলক্ষে জেনে নিই সিনেমাটির কয়েকটি অজানা তথ্য:

*বাহুবলি: দ্য বিগিনিং ইংরেজি ভাষা ব্যতীত প্রথম সিনেমা যেটি লন্ডনের রয়্যাল আলবার্ট হলে প্রদর্শীত হয়।

*প্রথম ভারতীয় সিনেমা যেখানে একটি নির্দিষ্ট সম্প্রদায়ের জন্য নতুন ভাষা (কিলিকি) সৃষ্টি করা হয়েছে।

*বাহুবলি: দ্য বিগিনিং যখন মুক্তি পায় সেই সময় এটি ভারতের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা ছিল। সিনেমাটি নির্মাণ করতে ২০০ কোটি রুপির বেশি খরচ হয়েছে বলে জানা যায়।

*বিশ্বের বিভিন্ন দেশের ১৫টি প্রতিষ্ঠান সিনেমাটির গ্রাফিকস ও ভিএফএক্স-এর কাজ সম্পাদনা করেছে।

*৫০ হাজার বর্গফুট পোস্টার তৈরি করে সিনেমাটি গিনেজ বুক অব ওয়ার্ল্ড-এ নাম লেখিয়েছে।

*সিনেমাটির অন্যতম জনপ্রিয় চরিত্র রাজমাতা শিবগামী দেবী। এতে অভিনয় করেছেন রামায়া কৃষ্ণা। কিন্তু এই চরিত্রের জন্য প্রথমে জনপ্রিয় অভিনেত্রী শ্রীদেবীকে ভেবেছিলেন নির্মাতারা।

 

ঢাকা/মারুফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়