দিতির সঙ্গে মেয়ে লামিয়ার গান (ভিডিও)
আমিনুল ই শান্ত || রাইজিংবিডি.কম
লামিয়া ও দিতি
বিনোদন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের গুণী অভিনেত্রী পারভীন সুলতানা দিতি। এক সময় অভিনয় গুণে দাবড়ে বেড়িয়েছেন বড় পর্দা। তবে এ অভিনেত্রীর আরেকটি পরিচয় রয়েছে তিনি একজন কণ্ঠশিল্পীও।
২০১১ সালে ‘ফিরে যেন আসি’ শিরোনামের একক অ্যালবাম প্রকাশিত হয় এ অভিনেত্রীর। এ অ্যালবামে ‘মাগো তুমি বিনে’ শিরোনামের একটি গান রয়েছে। এ গানটি রচনা করেছেন শহীদুল্লাহ ফরায়জী। পল্লব স্যান্যালের সুর ও সংগীতায়োজনে গানটিতে দিতির সঙ্গে কণ্ঠ দেন লামিয়া।
দিতির পারিবারিক কিছু ছবি নিয়ে তার এক ভক্ত গানটির ভিডিও তৈরি করে গত ডিসেম্বরে ইউটিউবে প্রকাশ করেন। কিন্তু এ গানের নেপথ্যের কিছু কথা জানিয়েছেন দিতি কন্যা লামিয়া। আজ বুধবার তার সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দেন তিনি। সঙ্গে শেয়ার করেন এ গানের ভিডিও। তার পর সামাজিক যোগাযোগের মাধ্যমে এ নিয়ে শুরু হয় আলোচনা।
লামিয়া তার ফেসবুকে লিখেছেন, ছোটবেলা থেকে পশ্চিমা সংস্কৃতিতে বেড়ে উঠেছি। যার কারণে এমন গানে কণ্ঠ দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম না। তখন মনে হয়েছিল এটা আমার স্টাইল না। কখনো বন্ধুদেরকেও গানটি গাওয়ার কথা জানাইনি। বিষয়টি আমার কাছে কেমন যেন লাগছিল! অতীতের কোনো অপ্রিয় সত্য কখনো কখনো দারুণ অর্থ নিয়ে আসে। মা, এখন আমার মনে হয় এ রকম আরও ১০০ দ্বৈত গান যদি তোমার সঙ্গে গাইতে পারতাম।
১৯৯৫ সালে প্রকাশিত হয় দিতির প্রথম অ্যালবাম ‘তোমার ও চোখে। অনুপম রেকর্ডিং মিডিয়ার ব্যানারে বাজারে আসে এই একক অ্যালবামটি। তার দ্বিতীয় অ্যালবাম প্রকাশিত হওয়ার আগে একাধিক চলচ্চিত্রের গানে কণ্ঠ দেন দিতি।
মস্তিষ্কে ক্যান্সার আক্রান্ত হওয়ায় গত ২৫ জুলাই থেকে ভারতের চেন্নাইয়ের মাদ্রাজ ইনস্টিটিউট অব অর্থোপেডিকস অ্যান্ড ট্রমাটোলজি (এমআইওটি) হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন দিতি। মাঝে কিছুটা সুস্থ হয়ে দেশে ফিরলেও শারীরিক অবস্থার অবনতি ঘটলে ফের গত বছরের নভেম্বরে একই হাসপাতালে ভর্তি করানো হয়। কিন্তু এ দফায় আর কোনো সুখবর জোটেনি বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় এ নায়িকার ভাগ্যে।
ভারতে চিকিৎসা ব্যর্থ হয়ে গত ৮ জানুয়ারি চেন্নাই থেকে কন্যা লামিয়া ও পুত্র শাফায়াতসহ ঢাকায় পৌঁছান সংকটাপন্ন এ নায়িকা। দেশে ফেরার পরপরই তাকে ভর্তি করা হয় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি।
দেখুন : দিতি-লামিয়ার গাওয়ামাগো তুমি বিনে গানটি
রাইজিংবিডি/ঢাকা/২৪ ফেব্রুয়ারি ২০১৬/শান্ত
রাইজিংবিডি.কম